ঠাকুর পরিবারে ভাঙন, বিজেপিতে যোগদানের জন্য ছেলে মঞ্জুলকৃষ্ণের সঙ্গে সম্পর্ক ছিন্ন বড় মার

পরিবারে ভাঙন ধরেছিল আগেই। রাজনীতির লড়াইয়ে এ বার ভেঙে চুরমার হয়ে গেল রক্তের সম্পর্ক। বিজেপিতে যাওয়ায় ছোট ছেলে মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানালেন মতুয়াদের বড় মা বীণাপানি দেবী। বড় ছেলে কপিলকৃষ্ণের স্ত্রী মমতাবালার পাশে দাঁড়িয়েছেন তিনি। তেরোই ফেব্রুয়ারি বনগাঁ লোকসভায় উপ-নির্বাচন। মতুয়া মহাসঙ্ঘের প্রয়াত সঙ্ঘাধিপতি কপিলকৃষ্ণ ঠাকুরের মৃত্যুতে অকাল ভোট। বনগাঁর ভোটে বরাবরই মতুয়ারা বড় ফ্যাক্টর। তাই, যুযুধান তৃণমূল-বিজেপি দু-দলই ঠাকুরবাড়ির প্রধান বীণাপানি দেবীর দিকে তাকিয়ে।

Updated By: Jan 16, 2015, 07:07 PM IST
ঠাকুর পরিবারে ভাঙন, বিজেপিতে যোগদানের জন্য ছেলে মঞ্জুলকৃষ্ণের সঙ্গে সম্পর্ক ছিন্ন বড় মার

ব্যুরো: পরিবারে ভাঙন ধরেছিল আগেই। রাজনীতির লড়াইয়ে এ বার ভেঙে চুরমার হয়ে গেল রক্তের সম্পর্ক। বিজেপিতে যাওয়ায় ছোট ছেলে মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানালেন মতুয়াদের বড় মা বীণাপানি দেবী। বড় ছেলে কপিলকৃষ্ণের স্ত্রী মমতাবালার পাশে দাঁড়িয়েছেন তিনি। তেরোই ফেব্রুয়ারি বনগাঁ লোকসভায় উপ-নির্বাচন। মতুয়া মহাসঙ্ঘের প্রয়াত সঙ্ঘাধিপতি কপিলকৃষ্ণ ঠাকুরের মৃত্যুতে অকাল ভোট। বনগাঁর ভোটে বরাবরই মতুয়ারা বড় ফ্যাক্টর। তাই, যুযুধান তৃণমূল-বিজেপি দু-দলই ঠাকুরবাড়ির প্রধান বীণাপানি দেবীর দিকে তাকিয়ে।

ঠাকুরবাড়ির অন্দরের খবর, গত লোকসভা নির্বাচনেই ছেলে সুব্রতর টিকিটের জন্য মুখ্যমন্ত্রীর কাছে তদ্বির করেছিলেন মঞ্জুল। কিন্তু, তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়ে জিতে যান দাদা কপিলকৃষ্ণ।
উপ-নির্বাচনেও যে ছেলের ভাগ্যে তৃণমূলের টিকিট মিলছে না তা মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ আগেই আঁচ করেছিলেন। ছেলে সুব্রতকে নিয়ে তিনি ঘাসফুল ছেড়ে পদ্মফুলে যাওয়ায় রুষ্ট বড় মা বীণাপানি দেবী।

বনগাঁর ভোটে তৃণমূল ঘোষণা করে দিয়েছে কপিলকৃষ্ণ ঠাকুরের স্ত্রী মমতাবালাই তাদের প্রার্থী। মঞ্জুলকৃষ্ণের ছেলে সুব্রত ঠাকুরকে টিকিট দিতে পারে বিজেপি। ফলে, উপ-নির্বাচন পরিণত হতে চলেছে ঠাকুরবাড়ির ঘরের লড়াইয়ে।

তবে, বড় মা বীণাপানি দেবী মমতাবালার পাশে দাঁড়ানোয় বনগাঁ কেন্দ্রে তাদেরই অ্যাডভান্টেজ বলে আশা করছে তৃণমূল।

 

.