একই দিনে দুই পরগনায় আক্রান্ত বিজেপি

একই দিনে দু'দুটি জায়গায় আক্রান্ত হল বিজেপি। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর কলাহাজরা গ্রামে বিজেপি কর্মীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হল।  উত্তর ২৪ পরগনার জগদ্দলে এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। চলে লুঠপাট। দুটি ঘটনাতেই অভিযোগের তির তৃণমূলের দিকে। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে।

Updated By: Nov 6, 2014, 09:08 PM IST

ওয়েব ডেস্ক: একই দিনে দু'দুটি জায়গায় আক্রান্ত হল বিজেপি। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর কলাহাজরা গ্রামে বিজেপি কর্মীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হল।  উত্তর ২৪ পরগনার জগদ্দলে এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। চলে লুঠপাট। দুটি ঘটনাতেই অভিযোগের তির তৃণমূলের দিকে। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে।

দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর কলাহাজরা গ্রামের বাসিন্দা  বিজেপি কর্মী মইনুদ্দিন মোল্লার বাড়িতে বুধবার রাতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়  বাড়ি। ঘটনার জন্য সংশ্লিষ্ট ফুলমালঞ্চ পঞ্চায়েতের তৃণমূল প্রধান আখতার মোল্লাকেই দায়ী করেছেন মইনুদ্দিন। আখতার মোল্লাই দলবল নিয়ে তাঁর বাড়িতে আগুন ধরিয়েছে বলে অভিযোগ।

এর আগেও মউনুদ্দিনের বাড়িতে তৃণমূল হামলা চালিয়েছে বলে অভিযোগ। যদিও তৃণমূল নেতা মন্টু গাজি যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর পাল্টা বক্তব্য,ওই এলাকায় সিপিআইএম ও আরএসপির দ্বন্দ্ব বহুদিনের। ওই কর্মীরাই এখন বিজেপিতে যোগ দিয়ে নিজেদের মধ্যে গোলমাল করছে। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।

অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার জগদ্দল থানার মন্টু কলোনিতে  বিজেপি কর্মী শংকর রায়ের বাড়িতে হামলা হয় । বুধবার রাতে একদল দুষ্কৃতী তাঁর বাড়িতে চড়াও হয়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে চলে অবাধে লুঠপাট।  মারধর করা হয় শংকরবাবু ও তাঁর স্ত্রীকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস। অভিযোগ, পুলিস টহল দিয়ে যাওয়ার পর হামলা হয়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে বলে বিজেপির অভিযোগ। বৃহস্পতিবার স্থানীয় বিজেপি নেতারা শংকরবাবুর বাড়িতে যান। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

.