পশ্চিমবাঙলা ডুবে যাচ্ছে, মমতাকে এক হাত নিয়ে বললেন বুদ্ধদেব

রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণের সুর চড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। হুগলির চুঁচড়ার জনসভায় বুদ্ধদেব ভট্টাচার্য বললেন, পশ্চিমবাংলা ডুবে যাযাচ্ছে। রাস্তা হচ্ছে না, সেতু হচ্ছে না। একটিও সবজি মাণ্ডি হয়নি। ধানপাটের দাম পাচ্ছেন না কৃষকরা।

Updated By: Dec 22, 2013, 07:13 PM IST

রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণের সুর চড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। হুগলির চুঁচড়ার জনসভায় বুদ্ধদেব ভট্টাচার্য বললেন, পশ্চিমবাংলা ডুবে যাযাচ্ছে। রাস্তা হচ্ছে না, সেতু হচ্ছে না। একটিও সবজি মাণ্ডি হয়নি। ধানপাটের দাম পাচ্ছেন না কৃষকরা।

এ ছাড়া বুদ্ধদেব ভট্টাচার্য আজকের এই জনসভায় সেগুলি এক নজরে নিচে দেওয়া হল--

হাজার হাজার ছেলেমেয়ে বেকার। সরকারের কোনও চিন্তা আছে বলে মনে হয় না।

এই সরকার কাজ করতে জানে না। সারাদিন কী করছেন এঁরা!

উত্‍সব -অনুষ্ঠান, নাচ, গান চলছে, ক্লাবগুলোকে টাকা বিলানো হচ্ছে। স্কুল, রাস্তা, উন্নয়নের টাকায় এইসব হচ্ছে

শিল্প ও জমি বণ্টনের কোনও নীতি নেই

কোনও নতুন হাসপাতাল হয়নি

আমরা স্কুল করেছিলাম। ওরা শুধু তাতে রঙ করছে।

সারদা কেলেঙ্কারি নিয়ে সিবিআই এসে তদন্ত করুক। তাহলেই বোঝা যাবে কার জমানায় কাদের বাড়বাড়ন্ত।

লোকসভা ভোটের আগে বিজেপি ও তৃণমূলের মধ্যে তলেতলে আঁতাত হয়েছে। । রাজ্যে তৃণমূল-বিজেপি জোটকে প্রতিহত করার জন্য দলীয় কর্মী সমর্থকদের, আরও বড় লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে।

শাসকদলের মদতে রাজ্যে সন্ত্রাসের রাজত্ব চলছে। হুগলির জনসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ এই অভিযোগ করেন। একই সঙ্গে তাঁর মন্তব্য, ভয় দেখিয়ে, হুমকি দিয়ে, বিরোধীদের মুখ বন্ধ করা যাবে না।

.