ডুয়ার্স থেকে ভিন রাজ্যে চলছে শিশুপাচার, ক্রমশ ছড়াচ্ছে জাল

Updated By: May 5, 2015, 10:33 AM IST
ডুয়ার্স থেকে ভিন রাজ্যে চলছে শিশুপাচার, ক্রমশ ছড়াচ্ছে জাল

ডুয়ার্স থেকে ভিন রাজ্যে শিশুপাচারের প্রবণতা দিন দিন বেড়ে চলেছে। কাজের লোভ দেখিয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রকে ১৮ হাজার টাকায় দিল্লিতে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে। মালবাজারের ডিপোপারার বাসিন্দা ওই ছাত্রের নাম মুলু মাহালি।

সন্দেহ গিয়ে পড়ে রবীন মাহালি নামে এক যুবকের ওপর। ছেলের খোঁজ না পেয়ে ওদলাবাড়ির স্বেচ্ছাসেবী সংগঠন ডুয়ার্স এক্সপ্রেস মেলের শরণাপন্ন হয় মুলুর পরিবার। মালবাজার পুলিস ও ওই সংগঠনের উদ্যোগে গ্রেফতার হয় রবীন। তাকে জেরা করেই উঠে আসে মুলুকে দিল্লিতে বিক্রি করার ঘটনা। ডুয়ার্সের বহু ছেলেমেয়েকে দিল্লিতে পাচার করা হয়েছে বলে জানায় মুলু। বাড়ির কাজের পাশাপাশি বহু অসামাজিক কাজেও তাদের ব্যবহার করা হয় বলে জানিয়েছে সে।

কাজের লোভ দেখিয়ে চা বাগানের বহু কমবয়সি ছেলেমেয়েকে এভাবেই দিনের পর দিন পাচার করা হচ্ছে বলে জানান ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য আনোয়ার হোসেন। পুলিসকে আরও সচেতন হওয়ার দাবি তুলেছেন তিনি। বিভিন্ন চা বাগান এলাকায় সচেতনতা শিবির করছে ডুয়ার্স এক্সপ্রেস মেল।

.