উত্তরবঙ্গে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী

ভূমিকম্পে রাজ্যে মৃত্যু হয়েছে পাঁচজনের। ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের বেশকিছু জায়গা। রবিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা করেন মৃতদের পরিবারের সঙ্গে। হাসপাতালে দেখতে যান আহতদের। বিপর্যয় মোকাবিলা নিয়ে আজ উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

Updated By: Apr 27, 2015, 10:18 AM IST
উত্তরবঙ্গে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী

ব্যুরো: ভূমিকম্পে রাজ্যে মৃত্যু হয়েছে পাঁচজনের। ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের বেশকিছু জায়গা। রবিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা করেন মৃতদের পরিবারের সঙ্গে। হাসপাতালে দেখতে যান আহতদের। বিপর্যয় মোকাবিলা নিয়ে আজ উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

শনিবারের ভূমিকম্পের আতঙ্ক এখনও কাটেনি। রাজ্যে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ। পরিস্থিতি খতিয়ে দেখতে  রবিবারই উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী। দুপুরে বাগডোগরা বিমানবন্দরে পৌছনোর পরই সোজা চলে যান নকশালবাড়িতে। সেখানে দেখা করেন মৃত রুকবান খাতুনের পরিবারের সঙ্গে।

এরপর তিনি যান শিলিগুড়ি হাসপাতালে। কথা বলেন ভূমিকম্পে আহতদের সঙ্গে। এই মুহুর্তে শিলিগুড়ি হাসাপাতালে ভর্তি রয়েছেন উনচল্লিশ জন ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি আছেন বাইশ জন আহত। পরিদর্শনের পর দুটি হাসপাতালেই বেডের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেন তিনি।  ভূমিকম্পে মৃতদের পরিবার পিছু চারলক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। নেপালে আটকে পড়া এরাজ্যের পর্যটকদের উদ্ধারেও সব রকম সরকারি সাহায্যের আশ্বাস দেন তিনি।

শিলিগুড়ি হাসপাতাল থেকেই মিরিক যান  মুখ্যমন্ত্রী। ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন মিরিকের ভরত প্রধান। রবিবার সন্ধেয় তাঁর  পরিবারে পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

.