ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু নিয়ে তদন্ত কমিটি গঠন করল আলিপুর ডিএমআরও

ট্রেনের ধাক্কায় পাঁচটি হাতির মৃত্যু। জখম আরও একটি। তার অবস্থা আশঙ্কাজনক। গোটা বিষয়টি তদন্ত করার জন্য রেল তিন সদস্যের কমিটি তৈরি করেছে বলে জানিয়েছেন আলিপুর ডিএমআরও। বুধবার বিকেল ৫টা নাগাদ চালসা জঙ্গলে জলঢাকা রেলব্রিজে একটি হাতির পালকে ধাক্কা মারে কামাখ্যাগামী কবিগুরু এক্সপ্রেস। মৃত হাতিগুলির দেহ সরানোর কাজ শুরু হয়েছে। এলিফ্যান্ট করিডর হওয়া সত্ত্বেও নির্ধারিত গতিবেগের উর্দ্ধে ট্রেনটি চলছিল বলে অভিযোগ বনদফতরের। রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর করেছে বনদফতর।

Updated By: Nov 14, 2013, 03:24 PM IST

ট্রেনের ধাক্কায় পাঁচটি হাতির মৃত্যু। জখম আরও একটি। তার অবস্থা আশঙ্কাজনক। গোটা বিষয়টি তদন্ত করার জন্য রেল তিন সদস্যের কমিটি তৈরি করেছে বলে জানিয়েছেন আলিপুর ডিএমআরও। বুধবার বিকেল ৫টা নাগাদ চালসা জঙ্গলে জলঢাকা রেলব্রিজে  একটি হাতির পালকে ধাক্কা মারে কামাখ্যাগামী  কবিগুরু এক্সপ্রেস। মৃত হাতিগুলির দেহ সরানোর কাজ শুরু হয়েছে। এলিফ্যান্ট করিডর হওয়া সত্ত্বেও নির্ধারিত গতিবেগের উর্দ্ধে ট্রেনটি চলছিল বলে অভিযোগ  বনদফতরের। রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর করেছে বনদফতর।
জলপাইগুড়ির চালসা জঙ্গল লাগোয়া জলঢাকা রেলব্রিজ পেরোনোর সময়ই এই দুর্ঘটনা ঘটে। ৩০ থেকে ৪০ টি হাতির পাল রেল লাইন পেরোচ্ছিল। সেই সময়ই দ্রুতগামী কবিতীর্থ এক্সপ্রেসের ধাক্কায় ৬ টি হাতির মৃত্যু হয়। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বনদফতরের কর্মীরা। বাসিন্দাদের অভিযোগ ট্রেনের ধাক্কায় এরআগেও একাধিকবার বন্যপ্রানী মৃত্যুর হয়েছে। তবুও রেলের তরফে এরপরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।
রেলে কাটা পড়ে হাতি মৃত্যুর ঘটনা উদ্বেগে ফেলেছে বনকর্তাদের। জঙ্গল এলাকায় ট্রেনের গতি বেঁধে দিয়েও কোনও ভাবে হাতি মৃত্যুতে লাগাম পড়ানো যাচ্ছে না। একসঙ্গে এতগুলো হাতির মৃত্যুতে ট্রেন চলাচলেও প্রভাব পড়েছে।

.