হাওড়ার বাগনানে সিপিএমের বিরুদ্ধে বাইক তাণ্ডব, শাসানি ও বোমাবাজির অভিযোগ

হাওড়ার বাগনানে উলটপূরাণ। সিপিএমের বিরুদ্ধে বাইক তাণ্ডব, শাসানি ও বোমাবাজির অভিযোগ তুললেন দুই গ্রামের বাসিন্দারা। অভিযোগ উড়িয়ে দিয়েছে সিপিএম। বাগনানের পাঁচানি ও রবিভাগ পূর্ব গ্রাম। দেওয়ালে বোমার চিহ্ন। গ্রামবাসীদের মুখে আতঙ্কের ছাপ। ভোটের আগে পল্লি বাংলায় এই ছবি অচেনা নয়। অচেনা যা তা হল হামলাকারীর বিবরণ।

Updated By: Apr 22, 2016, 06:38 PM IST
হাওড়ার বাগনানে সিপিএমের বিরুদ্ধে বাইক তাণ্ডব, শাসানি ও বোমাবাজির অভিযোগ

ওয়েব ডেস্ক: হাওড়ার বাগনানে উলটপূরাণ। সিপিএমের বিরুদ্ধে বাইক তাণ্ডব, শাসানি ও বোমাবাজির অভিযোগ তুললেন দুই গ্রামের বাসিন্দারা। অভিযোগ উড়িয়ে দিয়েছে সিপিএম। বাগনানের পাঁচানি ও রবিভাগ পূর্ব গ্রাম। দেওয়ালে বোমার চিহ্ন। গ্রামবাসীদের মুখে আতঙ্কের ছাপ। ভোটের আগে পল্লি বাংলায় এই ছবি অচেনা নয়। অচেনা যা তা হল হামলাকারীর বিবরণ।

পরিবর্তন আসছে। অতএব তৃণমূলকে ভোট দিলে সমূহ বিপদ। এই ভাষাতেই নাকি শাসাচ্ছে বাইকে সওয়ার দুষ্কৃতীরা। বলছেন গ্রামবাসীরা। সন্ত্রাসের অভিযোগ তুলেছে তৃণমূল। অভিযোগ উড়িয়ে দিয়েছেন বাগনানের সিপিএম নেতা আক্কেল আলি। তৃণমূলের দুষ্কৃতীরাই সিপিএম সেজে হুমকি দিচ্ছে বলে পাল্টা অভিযোগ তাঁর।

.