দুর্গাপুরে তথ্য-প্রযুক্তি পার্কে ভাঙচুর, অভিযোগ তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে

দুর্গাপুর শিল্পাঞ্চলে ফের অশান্তি। এ বার তথ্য-প্রযুক্তি পার্কে ভাঙচুর, কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনা দুর্গাপুরের ওয়েবেল IT পার্কে। শব্দবাজি বন্ধের নামে স্থানীয় কাউন্সিলার হীরালাল বাউড়ি তাণ্ডব চালান বলে অভিযোগ করেছেন তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীরা। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর-সহ দুই দলীয় কর্মীকে গ্রেফতার করেছে পুলিস। বুধবার রাতে দুর্গাপুরের IT পার্কে বাজি ফাটাচ্ছিলেন তথ্য-প্রযুক্তি সংস্থার কর্মীরা। শব্দবাজি বন্ধ করার নামে দলবল নিয়ে হাজির হন তৃণমূল কাউন্সিলার হীরালাল বাউড়ি।

Updated By: Oct 23, 2014, 04:24 PM IST
দুর্গাপুরে তথ্য-প্রযুক্তি পার্কে ভাঙচুর, অভিযোগ তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে

দুর্গাপুর: দুর্গাপুর শিল্পাঞ্চলে ফের অশান্তি। এ বার তথ্য-প্রযুক্তি পার্কে ভাঙচুর, কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনা দুর্গাপুরের ওয়েবেল IT পার্কে। শব্দবাজি বন্ধের নামে স্থানীয় কাউন্সিলার হীরালাল বাউড়ি তাণ্ডব চালান বলে অভিযোগ করেছেন তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীরা। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর-সহ দুই দলীয় কর্মীকে গ্রেফতার করেছে পুলিস। বুধবার রাতে দুর্গাপুরের IT পার্কে বাজি ফাটাচ্ছিলেন তথ্য-প্রযুক্তি সংস্থার কর্মীরা। শব্দবাজি বন্ধ করার নামে দলবল নিয়ে হাজির হন তৃণমূল কাউন্সিলার হীরালাল বাউড়ি।

হীরালাল বাউড়ি আগেও তাঁদের অফিসে হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ ওই তথ্য প্রযুক্তি সংস্থার ডিরেক্টরের।

তৃণমূল কাউন্সিলরের দাবি, শব্দবাজিতে অতিষ্ঠ গ্রামবাসীদের ডাকে তিনি IT পার্কে যান। প্রতিবাদ করায় তথ্য-প্রযুক্তি কর্মীরাই তাঁকে মারধর করেন।

অভিযোগ পেয়ে হীরালাল বাউড়ি এবং দুই তৃণমূল কর্মী রঞ্জন চট্টোপাধ্যায় ও সন্তু মুখোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিস। যদিও, আদালতে পুলিস তাঁদের হেফাজতে চায়নি। পাঁচই নভেম্বর পর্যন্ত তিন জনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে দুর্গাপুর মহকুমা আদালত। হীরালাল বাউড়ির বিরুদ্ধে গত এপ্রিলে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছিল। সেই মামলাতেও  তাঁকে গ্রেফতার দেখিয়েছে পুলিস।   

 

.