বিভিন্ন কেন্দ্রে শুরু হয়ে গিয়েছে নির্বাচনী প্রচার, একনজরে প্রচারপর্ব

# শুক্রবার থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন বাঁকুড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার। প্রার্থীর সমর্থনে বাঁকুড়া শহরে শুরু হয়েছে দেওয়াল লেখা। বিজেপি প্রার্থী নিজেই হাত লাগিয়েছেন দেওয়াল লেখায়। দলীয় কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটার দের সঙ্গে কথাও বলেন তিনি।

Updated By: Mar 9, 2014, 11:58 AM IST

# শুক্রবার থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন বাঁকুড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার। প্রার্থীর সমর্থনে বাঁকুড়া শহরে শুরু হয়েছে দেওয়াল লেখা। বিজেপি প্রার্থী নিজেই হাত লাগিয়েছেন দেওয়াল লেখায়। দলীয় কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটার দের সঙ্গে কথাও বলেন তিনি।

# ভোট প্রচার সেরে ফেরার পথে হামলার শিকার হলেন দুই সিপিআইএম কর্মী। গতরাতে ঘটনাটি ঘটে মালদার হরিশ্চন্দ্রপুরের পিপলপাড়া গ্রামে। ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন সিপিআইএমের লোকাল কমিটির সদস্য মহম্মদ আলম। জখম আরও এক সিপিআইএম কর্মী নাজির হোসেন। দুজনকেই মালদা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই এলাকাটি মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। স্থানীয় কংগ্রেস নেতা নাজিমুল হোসেন ওই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে সিপিআইএম।

# গঙ্গা ভাঙন থেকে শুরু করে এলাকার বিড়ি শ্রমিকদের সমস্যার কথা নিজের প্রচারে তুলে ধরছেন মুর্শিবাদ কেন্দ্রের বাম প্রার্থী বদরুজ্জোহা খান। প্রচারে নেমে সরাসরি ভোটারদের সঙ্গে কথা বলার উপরেই বিশেষ জোর দিচ্ছেন তিনি। শুনছেন স্থানীয় মানুষের সমস্যার কথা। আলোচনা উঠে আসছে সীমান্তবর্তী অঞ্চলের সমস্যাও কথাও। ইউপিএ দুই সরকারের দুর্নীতির পাশাপাশি স্থানীয় কৃষকদের দৈনন্দিন সমস্যার কথাও উঠে আসছে তাঁর প্রচারে।

# ভোট প্রচারে সরগরম বালুরঘাট। এখানে লড়াই বাম প্রার্থী আরএসপির বিমল সরকার, তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষ, বিজেপি প্রার্থী বিশ্বপ্রিয় রায় চৌধুরীর মধ্যে। এখনও এই কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেনি কংগ্রেস। বাম প্রার্থীর সমর্থনে শুরু হয়েছে মিছিল , বৈঠকি সভা। অন্যদিক বালুরঘাট থানা মোড়ে নমো টিস্টল থেকে চলছে বিজেপির ভোট প্রচার। সেখানেই বসেই পথ চলতি মানুষের সঙ্গে কথা বলছেন বিজেপি প্রার্থী।

.