ট্রান্সফর্মারে কাজ করতে গিয়ে তড়িদাহত হলেন দুই বিদ্যুত্‍কর্মী

ট্রান্সফর্মারে কাজ করতে গিয়ে তড়িদাহত হলেন দুই বিদ্যুত্‍কর্মী। বহরমপুরের স্বর্ণময়ী বাজারের ঘটনা। এগারো হাজার ভোল্টের ট্রান্সফর্মারে কাজ করতে উঠেছিলেন ভুবন শেখ ও সেলিম শেখ। দুজনেই বিদ্যুত্‍ দফতরের আওতাধী ঠিকা সংস্থার কর্মী। কাজ করার সময় শর্ট সার্কিটের জেরে হঠাত আগুন লেগে যায়। হাত-পা ঝলসে যায় একজনের। ট্রান্সফর্মার পোল থেকে মাটিতে পড়ে যান তিনি। অন্যজন গুরুতর জখম অবস্থায় বিদ্যুতের তারে ঝুলতে থাকেন। পরে দমকল এসে দুজনকে উদ্ধার করে। ঝুলতে থাকা কর্মীকে দড়ি বেঁধে মই দিয়ে নামিয়ে আনা হয়। দুজনই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি।

Updated By: Feb 4, 2016, 01:51 PM IST
ট্রান্সফর্মারে কাজ করতে গিয়ে তড়িদাহত হলেন দুই বিদ্যুত্‍কর্মী

ওয়েব ডেস্ক: ট্রান্সফর্মারে কাজ করতে গিয়ে তড়িদাহত হলেন দুই বিদ্যুত্‍কর্মী। বহরমপুরের স্বর্ণময়ী বাজারের ঘটনা। এগারো হাজার ভোল্টের ট্রান্সফর্মারে কাজ করতে উঠেছিলেন ভুবন শেখ ও সেলিম শেখ। দুজনেই বিদ্যুত্‍ দফতরের আওতাধী ঠিকা সংস্থার কর্মী। কাজ করার সময় শর্ট সার্কিটের জেরে হঠাত আগুন লেগে যায়। হাত-পা ঝলসে যায় একজনের। ট্রান্সফর্মার পোল থেকে মাটিতে পড়ে যান তিনি। অন্যজন গুরুতর জখম অবস্থায় বিদ্যুতের তারে ঝুলতে থাকেন। পরে দমকল এসে দুজনকে উদ্ধার করে। ঝুলতে থাকা কর্মীকে দড়ি বেঁধে মই দিয়ে নামিয়ে আনা হয়। দুজনই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি।

.