বাঁকুড়ায় হাতির তাণ্ডব, দলমার দাঁতাল দল দাপাচ্ছে খাতরা এলাকায়

বাঁকুড়ায় ফের হাতির তাণ্ডব। দলমার দাঁতাল দল দাপিয়ে বেড়াচ্ছে খাতরা এলাকায়।  সিমলাপাল থানার লক্ষ্মীসাগর এলাকা থেকে আসা চব্বিশটি হাতির দল এখন ঘাঁটি গেড়েছে সিমলাপালের ধাড়রামৌলি গ্রাম এলাকায়। দুর্ঘটনা এড়াতে বনকর্মীরা মাইকে করে প্রচার শুরু করেছে।  একদিকে হাতি অন্যদিকে সাধারণ মানুষ। সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিস, বনকর্মীরা। বন দপ্তরের তত্‍পরতা। কিম্বা অন্য কারণ।  বেশ কয়েক মাস বাঁকুড়ায় দলমার  হাতিদের  আনাগোনা ছিল না বললেই চলে। বহুদিন পর আবার বাঁকুড়ায় হস্তি কুল।দল মার  হাতির একটি দল  সিমলাপাল থানার লক্ষ্মীসাগর এলাকা  হয়ে ঢুকেছে খাতরার ধাড়রামৌলি গ্রামে। আসার পথে ভুরিভোজও যথেষ্ট হয়েছে। এলাকায় বোরো ধান, সব্জি, আলুর খেত তচনচ্ করে দিয়েছে দলমার পাল। হাতি দেখতে ভিড় জমিয়েছে এলাকার মানুষজন। এদিকে হাতির দলে ছটি হস্তি শাবক থাকায়, দলটি যথেষ্ট আক্রমনাত্মক।

Updated By: Feb 26, 2017, 07:42 PM IST
বাঁকুড়ায় হাতির তাণ্ডব, দলমার দাঁতাল দল দাপাচ্ছে খাতরা এলাকায়

ওয়েব ডেস্ক: বাঁকুড়ায় ফের হাতির তাণ্ডব। দলমার দাঁতাল দল দাপিয়ে বেড়াচ্ছে খাতরা এলাকায়।  সিমলাপাল থানার লক্ষ্মীসাগর এলাকা থেকে আসা চব্বিশটি হাতির দল এখন ঘাঁটি গেড়েছে সিমলাপালের ধাড়রামৌলি গ্রাম এলাকায়। দুর্ঘটনা এড়াতে বনকর্মীরা মাইকে করে প্রচার শুরু করেছে।  একদিকে হাতি অন্যদিকে সাধারণ মানুষ। সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিস, বনকর্মীরা। বন দপ্তরের তত্‍পরতা। কিম্বা অন্য কারণ।  বেশ কয়েক মাস বাঁকুড়ায় দলমার  হাতিদের  আনাগোনা ছিল না বললেই চলে। বহুদিন পর আবার বাঁকুড়ায় হস্তি কুল।দল মার  হাতির একটি দল  সিমলাপাল থানার লক্ষ্মীসাগর এলাকা  হয়ে ঢুকেছে খাতরার ধাড়রামৌলি গ্রামে। আসার পথে ভুরিভোজও যথেষ্ট হয়েছে। এলাকায় বোরো ধান, সব্জি, আলুর খেত তচনচ্ করে দিয়েছে দলমার পাল। হাতি দেখতে ভিড় জমিয়েছে এলাকার মানুষজন। এদিকে হাতির দলে ছটি হস্তি শাবক থাকায়, দলটি যথেষ্ট আক্রমনাত্মক।

আরও পড়ুন বর্ধমানে নার্সিংহোমের বিলের চাপে আত্মহত্যা কাণ্ডে, কড়া পদক্ষেপ প্রশাসনের

বহু মানুষ দেখে হাতির দলটি ধাড়রামৌলি গ্রামে একটি পুকুরে ধারে ঝোপঝাড়ে আশ্রয় নিয়েছে। হাতি দেখতে মানুষের যেমন উত্‍সাহের খামতি নেই, তেমনি আতঙ্কেও ভুগছেন স্থানীয় বাসিন্দারা।হাতি দেখতে সাধরণ মানুষের ভিড় জমানোয় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছে বনদফতর। দুর্ঘটনা এড়াতে বনকর্মীরা মাইকে করে প্রচার শুরু করেছে।  একদিকে হাতি অন্যদিকে সাধারণ মানুষ। সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিস, বনকর্মীরা।

আরও পড়ুন  "উন্নয়নে রাজনীতির রং, খরচ করতে দেওয়া হচ্ছে না টাকা"; বিস্ফোরক অভিযোগ বিধায়ক তন্ময় ভট্টাচার্যের

.