উত্তরবঙ্গে ফের এনসেফ্যালাইটিসের থাবা

Updated By: Jul 10, 2015, 06:56 PM IST
উত্তরবঙ্গে ফের এনসেফ্যালাইটিসের থাবা

গত বছর জাপানি এনসেফালাইটিসে আক্রান্ত হয়ে উত্তরবঙ্গে মৃত্যু হয়েছিল অনেকের । এবছরও বর্ষার শুরু থেকেই বাড়ছে জ্বরে আক্রান্তের সংখ্যা। জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি একজনের রক্তের নমুনায় মিলেছে জাপানি এনসেফালাইটিসের জীবানু। সিসিইউতে চিকিত্সা চলছে তার। সব ব্লকে মাইকে প্রচার করার নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য দফতর। পুরসভাকে এবিষয়ে সতর্ক করে চিঠিও দিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

টানা পনেরো দিন  জ্বর, মাথার যন্ত্রণা সহ একাধিক উপসর্গ নিয়ে কোচবিহারের এমজেএন হাসপাতালে ভর্তি অনেকে। বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি জয়ন্তী রায় নামে একজনের রক্তের নমুনায় জাপানি এসসেফালাইটিসের জীবাণু মিলেছে।  তাঁর বাড়ি কোচবিহার দুই ব্লকের আমবাড়িতে।

অভিযোগ, জ্বরের প্রকোপ বাড়লেও এখনও ঘুম ভাঙেনি জেলা স্বাস্থ্য দফতরের।

.