অবশেষে তাপস পালের নামে এফআইআর দায়ের

তৃণমূল সাংসদ তাপস পালের বিরুদ্ধে অবশেষে দায়ের হল এফআইআর। হাই কোর্টের নির্দেশনামা নিয়ে আজ থানায় যান মামলাকারী। তিন মাস আগে খালি হাতে ফিরতে হলেও, আজ তাঁর অভিযোগ গ্রহণ করেছে নাকাশিপাড়া থানা। মামলার তদন্তভার এরপর তুলে দেওয়া হবে সিআইডি-র হাতে।   

Updated By: Sep 27, 2014, 08:11 PM IST
অবশেষে তাপস পালের নামে এফআইআর দায়ের

ব্যুরো: তৃণমূল সাংসদ তাপস পালের বিরুদ্ধে অবশেষে দায়ের হল এফআইআর। হাই কোর্টের নির্দেশনামা নিয়ে আজ থানায় যান মামলাকারী। তিন মাস আগে খালি হাতে ফিরতে হলেও, আজ তাঁর অভিযোগ গ্রহণ করেছে নাকাশিপাড়া থানা। মামলার তদন্তভার এরপর তুলে দেওয়া হবে সিআইডি-র হাতে।   

তাপসপাল কাণ্ডে এর আগেও থানায় গিয়েছিলেন সমাজকর্মী বিপ্লব চৌধুরী। জুলাইয়ে তৃণমূল সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে যান তিনি। কিন্তু সেবার নাকাশিপাড়া থানা শুধুমাত্র জেনারেল ডায়েরি নিয়ে ফিরিয়ে দিয়েছিল বিপ্লব চৌধুরীকে। এরপরও কোনও তদন্ত হয়নি তাপস পালের বিরুদ্ধে। তবে এবার হাই কোর্টের রায়ের পর বদলেছে সেই ছবি। বাহাত্তর ঘণ্টার মধ্যে তাপস পালের বিরুদ্ধে এফআইআর গ্রহণের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। তা মানা হল আটচল্লিশ ঘণ্টার মধ্যে।  

হাই কোর্টের নির্দেশেই এবার তাপসকাণ্ডের তদন্ত করবে সিআইডি। তদন্তে সন্তুষ্ট না হলে আগামিদিনে সিবিআই তদন্তের দাবি তোলা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মামলাকারী।    

বিপ্লব চৌধুরীর অভিযোগ, এই মামলায় অযথা অনেকটাই সময় নষ্ট হয়েছে। এবার যত দ্রুত সম্ভব তদন্ত শুরু এবং সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।  

 

.