তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে চলল গুলি

দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের। গুলি চলল দলের শ্রমিক সংগঠনের এক নেতার ওপর। নন্দনপুর গ্রাম পঞ্চায়েতে INTTUC নেতা মজিরুদ্দিন মণ্ডলের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে।

Updated By: Mar 19, 2016, 04:23 PM IST
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে চলল গুলি

ওয়েব ডেস্ক: দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের। গুলি চলল দলের শ্রমিক সংগঠনের এক নেতার ওপর। নন্দনপুর গ্রাম পঞ্চায়েতে INTTUC নেতা মজিরুদ্দিন মণ্ডলের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। সপ্তাহখানেক আগে তাঁরই বাড়িতে হামলা, বোমাবাজি হয়। অভিযোগের আঙুল স্থানীয় তৃণমূল নেতা নুরুল ইসলামের দিকে। এই পুরো হামলার পিছনে সরাসরি তৃণমূল নেতা নুরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ এনেছেন INTTUC নেতা মজিরুদ্দিন মণ্ডল। যদিও নুরুল ইসলামের দাবি,  এই অভিযোগের কোনও ভিত্তিই নেই। INTTUC নেতার ওপর হামলাকাণ্ডে, তাঁর কোনও যোগ নেই। দাবি অভিযুক্ত তৃণমূল নেতা নুরুল ইসলামের। থানায় অভিযোগ দায়ের হলেও, এই ঘটনায় এখনও কোনও গ্রেফতারির খবর নেই। 

.