মহানন্দার জলে প্লাবিত ফুলবাড়ি, ধূপগুড়ি

মহানন্দার জলে প্লাবিত হল শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকা। ভেসে গেছে ৩ টি শিশু। জলমগ্ন প্রায় ৬০০ বাড়ি। হাজার দুয়েক মানুষ ঘরছাড়া। প্রায় একই দৃশ্য জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকেও। বৃষ্টিতে নদীর জল ধূপগুড়ি ব্লকেও গৃহহীন বহু মানুষ।

Updated By: Jul 15, 2012, 06:10 PM IST

মহানন্দার জলে প্লাবিত হল শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকা। ভেসে গেছে ৩ টি শিশু। জলমগ্ন প্রায় ৬০০ বাড়ি। হাজার দুয়েক মানুষ ঘরছাড়া। প্রায় একই দৃশ্য জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকেও। বৃষ্টিতে নদীর জল ধূপগুড়ি ব্লকেও গৃহহীন বহু মানুষ। প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গের বিভিন্ন নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে। বাড়ছে তিস্তা, মহানন্দার জল। তলিয়ে গেছে ফুলবাড়ির বিস্তীর্ণ এলাকা।
সবচেয়ে ক্ষতিগ্রস্থ পশ্চিম ধনতলা, পোড়াঝাড় ও চুনাভাটি গ্রাম। ভুটান পাহাড়ে অবিরাম বর্ষণের জেরে জলমগ্ন হয়ে পড়েছে ধূপগুড়ির বানারহাট এলাকা। ডায়না, জলঢাকা সহ বিভিন্ন নদীর জল বাড়ছে। সবচেয়ে ক্ষতিগ্রস্থ বানারহাটের মরাঘাট, হাতিনালা এলাকা। আশ্রয়হীন বহু মানুষ। তিস্তার অসংরক্ষিত এলাকা ও জলঢাকায় হলুদ সঙ্কেত জারি করেছে প্রশাসন। রবিবার সকালেও সরকারিভাবে উদ্ধারের কাজ শুরু না হওয়ায় ক্ষুব্ধ গ্রামবাসীরা শিলিগুড়ি-জলপাইগুড়ি ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। মানুষের ক্ষোভের কথা স্বীকার করে নিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। ক্ষতিগ্রস্থ গ্রামবাসীদের জন্য ত্রাণ ও পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন তিনি।

.