জু থেকে জঙ্গলে

বন্দিদশা থেকে মুক্তি। তিনটি হাতিকে কাজিরাঙা জাতীয় উদ্যানে পাঠানোর নির্দেশ দিল কেন্দ্রীয় জু অথরিটি। খোলামেলা পরিবেশেই এখন থেকে থাকতে চলেছে হাতি তিনটি। দীর্ঘদিন চিড়িয়াখানায় থাকার পর নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য তাদের বিশেষ প্রশিক্ষণ দিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

Updated By: Nov 27, 2011, 08:00 PM IST

বন্দিদশা থেকে মুক্তি। তিনটি হাতিকে কাজিরাঙা জাতীয় উদ্যানে পাঠানোর নির্দেশ দিল কেন্দ্রীয় জু অথরিটি। খোলামেলা পরিবেশেই এখন থেকে থাকতে চলেছে হাতি তিনটি। দীর্ঘদিন চিড়িয়াখানায় থাকার পর নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য তাদের বিশেষ প্রশিক্ষণ দিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। বন দফতরের হয়েই কাজ করবে ওরা। জঙ্গলে পাহারা দেওয়া থেকে শুরু করে পর্যটকদের নিয়ে জঙ্গল সাফারি সবই এখন এই তিনটি হাতির দায়িত্বে।

.