গুরুং চাইলে কথা বলতে রাজি রাজ্যপাল

বিমল গুরুং চাইলে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য তাঁর সঙ্গে কথা বলতে পারেন রাজ্যপাল। ব্যারাকপুরের গান্ধীঘাটে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আজ এই মন্তব্য করেন রাজ্যপাল এম কে নারায়ণন।

Updated By: Aug 15, 2013, 12:51 PM IST

বিমল গুরুং চাইলে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য তাঁর সঙ্গে কথা বলতে পারেন রাজ্যপাল। ব্যারাকপুরের গান্ধীঘাটে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আজ এই মন্তব্য করেন রাজ্যপাল এম কে নারায়ণন।
প্রয়োজনে তিনি পাহাড়ে যেতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন। তবে শান্তি প্রতিষ্ঠার জন্য রাজ্য সরকারকেই উদ্যোগ নিতে হবে বলে মনে করেন তিনি।
এদিকে, স্বাধীনতা দিবস উপলক্ষে নিজেদের দফতরে জাতীয় পতাকা উত্তোলন করলেন মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি। সঙ্গে ছিলেন অন্য মোর্চা নেতারাও।
রোশন গিরি বলেন, দেশ এবং জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানিয়েই আজ তাঁরা পতাকা উত্তোলন করেছেন। নাগরিকের অধিকার নিয়েই তাঁরা গোর্খাল্যান্ডের দাবি জানাচ্ছেন।
মানুষের এই দাবিতে সাড়া দেওয়া উচিত কেন্দ্রের। তিনি জানান, কাল এগারোটা নাগাদ সর্বদল বৈঠক হওয়ার কথা। এবং দুপুর আড়াইটা নাগাদ জিটিএ নিয়ে বৈঠক হওয়ার কথা। কিন্তু রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি দশ দিনের নোটিসে ওই বৈঠকের সিদ্ধান্ত নেওয়ায় কাল শেষ পর্যন্ত জিটিএ বৈঠক না-ও হতে পারে।
অন্যদিকে, পাহাড়ে যে ভাবে ধরপাকড় হচ্ছে, তাকে পুলিসের অত্যাচার বলে মন্তব্য করেছেন রোশন গিরি। তাঁর দাবি, আন্দোলন দমন করতেই পুরনো মামলার সূত্রে রাজ্য সরকার এই ভাবে ধরপাকড় চালাচ্ছে। কিন্তু জিটিএ চুক্তি অনুযায়ী সমস্ত পুরনো মামলা তুলে নেওয়ার কথা ছিল।
এ ভাবে তাঁদের আন্দোলন দমন করা যাবে না বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন মোর্চার সাধারণ সম্পাদক। কাল রাতের দিকে জিটিএ সভাসদ নিমা তামাং এবং আজ সকালের দিকে কার্শিয়াং থেকে যোগেন্দ্র রাইকে পুরনো মামলায় গ্রেফতার করেছে পুলিস।

.