হাইকোর্টে ফের ফেল রাজ্য সরকার

একাদশের বই নিয়ে হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। উচ্চমাধ্যমিকের বই ছাপানোর টেন্ডার স্থগিতের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একটি প্রকাশনা সংস্থার মামলার প্রেক্ষিতে এই স্থগিতাদেশ দেয় আদালত। দশই জুলাইয়ের মধ্যে ছাত্র-ছাত্রীদের বই দেওয়ার কথা রয়েছে সংসদের।

Updated By: Jul 9, 2013, 02:38 PM IST

একাদশের বই নিয়ে হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। উচ্চমাধ্যমিকের বই ছাপানোর টেন্ডার স্থগিতের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একটি প্রকাশনা সংস্থার মামলার প্রেক্ষিতে এই স্থগিতাদেশ দেয় আদালত। দশই জুলাইয়ের মধ্যে ছাত্র-ছাত্রীদের বই দেওয়ার কথা রয়েছে সংসদের।
মোট আট লক্ষ বই দেওয়ার কথা। মোট অর্ডার ৪০ কোটি টাকা। গোটা প্রক্রিয়ার ওপরই স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। এরআগে বই ছাপানো নিয়ে বেনিয়মের অভিযোগ যায় স্কুল শিক্ষা দফতরে। তারপরই তিন সদস্যের কমিটি তৈরি করে রাজ্য সরকার। ছটি সংস্থাকে আটটি বই ছাপানোর বরাত দেওয়া হয়। পরে সেই নির্দেশ বাতিল করে শুধু একটি সংস্থাকেই বরাত দেওয়া হয়। রাজ্যের এই প্রক্রিয়ার ওপরেই আজ স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট। আদালতে সংসদের আইনজীবী বলেন, বই ছাপানো বন্ধ হলে সমস্যায় পড়বে পড়ুায়ারা। বিচারপতি বলেন, বেআইনি কাজের সময়ে হুঁশ ছিল না সরকারের।

.