শেখ হীরালাল হত্যাকাণ্ডে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

বীরভূমে সিপিএম কর্মী শেখ হীরা হত্যাকাণ্ডের মামলায় কেন ধারা বদল তা নিয়ে রিপোর্ট চেয়ে পাঠালো নির্বাচন কমিশন। প্রথমে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হলেও চাপে পড়ে অবশেষে ইচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ। এ ব্যাপারেই রিপোর্ট পাঠাবেন জেলাশাসক। ইতিমধ্যেই শেখ হীরালালের মৃত্যু নিয়ে রিপোর্ট পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে । দিল্লিতে এই রিপোর্ট পাঠিয়েছেন জেলাশাসক।

Updated By: Apr 20, 2014, 06:59 PM IST

বীরভূমে সিপিএম কর্মী শেখ হীরা হত্যাকাণ্ডের মামলায় কেন ধারা বদল তা নিয়ে রিপোর্ট চেয়ে পাঠালো নির্বাচন কমিশন। প্রথমে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হলেও চাপে পড়ে অবশেষে ইচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ। এ ব্যাপারেই রিপোর্ট পাঠাবেন জেলাশাসক। ইতিমধ্যেই শেখ হীরালালের মৃত্যু নিয়ে রিপোর্ট পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে । দিল্লিতে এই রিপোর্ট পাঠিয়েছেন জেলাশাসক।

এই খুনের ঘটনায় নিয়ে মিডিয়ায় হইচই হতেই আজ পুলিস সুপারের নির্দেশে ৩০২ ধারায় ইচ্ছাকৃত খুনের মামলা যুক্ত করতে আদালতে আবেদন করে পুলিস। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। খুনে অভিযুক্ত দুই তৃণমূল কর্মীকে চার দিন পুলিস হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে সিউড়ি আদালত।

এদিকে, শেখ হীরা খুনের মামলায় পলাতকদের খোঁজে গ্রামে গিয়ে স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন সিউড়ির আই সি। তৃণমূল নেতাদের অভিযোগ, খুনের মামলায় বেছে বেছে শুধুমাত্র তৃণমূল কর্মীদেরই গ্রেফতার করছে পুলিস। বিক্ষোভের মুখে পড়ে আই সি তাঁদের লিখিত অভিযোগ দায়ের করতে বলেন। পুলিস গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার পরই গ্রামে ঢোকে তৃণমূলের বাইকবাহিনী। বাড়ি বাড়ি ঢুকে শুরু হয় হুমকি ।

অভিযোগ পেয়ে ফের গ্রামে পৌছয় পুলিস। তৃণমূল কর্মীদের দাবি মেনে, সিপিআইএম কর্মীসমর্থকদের বাড়িতে তল্লাসি চালানো হয়।

.