হাওড়া উপনির্বাচনঃ শেষবেলায় জোরদার প্রচারে সব দল

রবিবার হাওড়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। আর আজই শেষ হচ্ছে প্রচারের সময়সীমা। শেষ মুহুর্তের প্রচারে ব্যাস্ত যুযুধান দুই শিবিরই। সকালে বালিতে বামফ্রন্ট মনোনিত প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্যের সমর্থনে আয়োজিত পদযাত্রায় থাকবেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বালি খাল থেকে শুরু হয়ে পদযাত্রা শেষ হবে লিলুয়া স্টেশন রোডে।

Updated By: May 31, 2013, 10:30 AM IST

রবিবার হাওড়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। আর আজই শেষ হচ্ছে প্রচারের সময়সীমা। শেষ মুহুর্তের প্রচারে ব্যাস্ত যুযুধান দুই শিবিরই। সকালে বালিতে বামফ্রন্ট মনোনিত প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্যের সমর্থনে আয়োজিত পদযাত্রায় থাকবেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বালি খাল থেকে শুরু হয়ে পদযাত্রা শেষ হবে লিলুয়া স্টেশন রোডে।
অন্যদিকে বালটিকুরিতে শ্রীদীপ ভট্টাচার্যের সমর্থনে পদযাত্রায় অংশ নেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। অন্তিম মুহুর্তের প্রচারে পিছিয়ে নেই কংগ্রেসও। দলীয় প্রার্থী সনাতন মুখোপাধ্যায়ের সমর্থনে আজ শিবপুরে আয়োজিত সমাবেশে হাজির থাকছেন শাকিল আহমেদ ও দীপা দাশমুন্সি সহ কংগ্রেসের শীর্ষ নেতারা। 
লড়াইয়ে না থেকেও কিন্তু সব শিবিরেই আলোচনার কেন্দ্রে রয়েছে বিজেপি। তৃণমূল-বিজেপি আঁতাতের অভিযোগের জবাব দিতে আসরে নামতে হয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। 
গতকাল দলীয় প্রার্থী প্রসুন বন্দ্যোপাধ্যের সমর্থনে সংখ্যালঘু অধ্যুষিত পিলখানা থেকে ডুমুরজলা পর্যন্ত পদযাত্রা করেন তৃণমূল নেত্রী। শেষ লগ্নের প্রচারেও কোনও ফাঁক রাখতে চাইছে না তৃণমূল নেতৃত্ব।

.