ফ্রিজে ১ কোটি, কমোডে ২ কোটি, টাকা গুণতে আনা হল মেশিন, এত টাকা এলো কোথা থেকে প্রশ্ন প্রতিবেশীদের

ঘরের মেঝে, দেওয়ালের টিভি, ফ্রিজ, আলমারি, বাথরুমের কমোডে লুকানো টাকা। এমনকি  ঠকুরঘরেও কালো টাকা। গোটা বাড়িটাই যেন একটা চোরা কুঠুরি। হাত দিলেই বেরিয়ে আসছে গোছা গোছা নোটের বান্ডিল। এভাবেই টাকা লুকিয়ে রেখেছিলেন বালি পুরসভার ইঞ্জিনিয়ার প্রণব অধিকারী।

Updated By: Aug 15, 2015, 09:46 PM IST
ফ্রিজে ১ কোটি, কমোডে ২ কোটি, টাকা গুণতে আনা হল মেশিন, এত টাকা এলো কোথা থেকে প্রশ্ন প্রতিবেশীদের

ব্যুরো: ঘরের মেঝে, দেওয়ালের টিভি, ফ্রিজ, আলমারি, বাথরুমের কমোডে লুকানো টাকা। এমনকি  ঠকুরঘরেও কালো টাকা। গোটা বাড়িটাই যেন একটা চোরা কুঠুরি। হাত দিলেই বেরিয়ে আসছে গোছা গোছা নোটের বান্ডিল। এভাবেই টাকা লুকিয়ে রেখেছিলেন বালি পুরসভার ইঞ্জিনিয়ার প্রণব অধিকারী।

রাজ্য পুলিসের দুর্নীতি দমন শাখার অভিযানে প্রণব অধিকারীর বাড়ি থেকে বেড়িয়ে আসতে থাকে গোছা গোছা নোটের বান্ডিল। রবিবার পর্যন্ত প্রণব অধিকারীর বাড়ি থেকেই উদ্ধার হয়েছে কুড়ি কোটি সাত লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা।

*মেঝে খুঁড়ে ৪ কোটি টাকা উদ্ধার হয়েছে।

*দেওয়াল ভেঙে উদ্ধার হয়েছে ৩ কোটি টাকা।

*সোফার ভিতর থেকে উদ্ধার ৪ কোটি টাকা।

*১ কোটি টাকা উদ্ধার হয়েছে টিভি'র ভিতর থেকে।  

*কমোডের ভিতর থেকে ২ কোটি টাকা উদ্ধার হয়েছে।

*ঠাকুর ঘর থেকে ৩ কোটি টাকা উদ্ধার।

*২ কোটি টাকা উদ্ধার হয়েছে বিছানার গদি কেটে।  

*ফ্রিজের ভিতর থেকে ১ কোটি টাকা উদ্ধার।

*আলমারি থেকে প্রায় ৮ লক্ষ টাকা উদ্ধার।  

এত টাকা কোথা থেকে এলো, সেটাই এখন বড় প্রশ্ন তদন্তকারী থেকে প্রতিবেশী, সবার কাছে।

.