উচ্চমাধ্যমিক ২০১৫ ফল প্রকাশ , প্রথম দশে ১৯জন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের

Updated By: May 29, 2015, 11:16 AM IST
উচ্চমাধ্যমিক ২০১৫ ফল প্রকাশ , প্রথম দশে ১৯জন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের

মেরিট লিস্ট:

১)- বিল্বশিব বসুমল্লিক ৯৯.২% (৪৯৬)। নরেন্দ্র পুর রামকৃষ্ণ মিশন

২) শেখ মণিরুল মণ্ডল- নরেন্দ্র পুর রামকৃষ্ণ মিশন

৩) মৃন্ময় রায় --  নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন

৪) প্রদীপ্ত প্রামাণিক, আকাশ দাশগুপ্ত- নরেন্দ্র পুর রামকৃষ্ণ মিশন  

৫) আমিনুল এহেসন-বংশিহারি হাইস্কুল দঃ দিনাজপুর

৫) অভীক হালদার -নরেন্দ্র পুর রামকৃষ্ণ মিশন   

৫) রক্তিম মিত্র -নরেন্দ্র পুর রামকৃষ্ণ মিশন  

৬) অরিন্দম সাউ -নরেন্দ্র পুর রামকৃষ্ণ মিশন   

৬) আনিস কুমার বসু, উত্তর পাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠ

৬) সঞ্জয় কুমার সাহা, শিলিগুড়ি বয়েস হাইস্কুল

৬) দীপায়ন বিশ্বাস- নরেন্দ্র পুর রামকৃষ্ণ মিশন  

৭) দীপায়ন ভট্টাচার্য-নরেন্দ্র পুর রামকৃষ্ণ মিশন  

৮) দেবজ্যোতি চক্রবর্তী , রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যাপীঠ

৮)  রিখিয়া ভুক্ত- আরামবাগ গার্লস হাইস্কুল

৯) প্রমিত দত্ত- বিটি গভর্মেন্ট স্পনসর হাই স্কুল

৯) ইন্দ্রাশিস গুণ -নরেন্দ্র পুর রামকৃষ্ণ মিশন  

৯) মেহের আখতার -নরেন্দ্র পুর রামকৃষ্ণ মিশন  

৯) অর্ণব সিনহা- রায়গঞ্জ করোনেশন হাইস্কুল

৯) দিগন্ত সরকার-নরেন্দ্র পুর রামকৃষ্ণ মিশন  

৯)উত্তীয় মাঝি-নরেন্দ্র পুর রামকৃষ্ণ মিশন  

৯)ত্রিদিব প্রতিহার - সিঙ্গুর মহামায়া হাইস্কুল

৯) পরাগ দাস -নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন  

১০) নীলাশা ঘোষ-কলা বিভাগ- যাদব পুর বিদ্যাপীঠ

১০) ঋকজ্যোতি হানি - নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন  

১০) সোমতীর্থ রায়- নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন  

১০) অনীত মিত্র- নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন  

১০) জয়জিৎ পাল- বর্ধমান টাউন স্কুল

১০) তুহিন বন্দ্যোপাধ্যায়-নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন  

১০) সুভদ্রা চক্রবর্তী- চুঁচুড়া বালিকা বাণী মন্দির

১০) পার্থসারথি ঘোষ-নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন

১০) অর্কপ্রভ মহাপাত্র- কেন্দুয়াদীঘি হাইস্কুল, বাঁকুড়া

১০) শঙ্খদীপ ঘোষ- মেমারি ভি এম ইন্সটিটিউট, ইউনিট-টু

ফল প্রকাশ করছেন সংসদ সভাপতি।  

নতুন সিলেবাসের জন্য একাদশ ও দ্বাদশ শ্রেণীর কোয়েশ্চেন প্যাটার্ন আগে থেকেই ছাত্রছাত্রী ও শিক্ষকদের জন্য দেওয়া হয়েছিল।

চালু ছিল হেল্প ডেস্ক।  

পরীক্ষা শেষের ৫৮ দিনের মাথায় ফলাফল।

এ বছর পরীক্ষার্থীদের মধ্যে ৫০% ছিল ছাত্রী।

মোট ৮ লক্ষ ২৩ হাজার ২৪১ জন পরীক্ষার্থী।

মোট পাশের হার ৮২.৩৮%। ২০১৪ সালে এই পাশের হার ছিল ৭৮.৪২%

ছাত্রদেশ পাসের হার ৮২.৯৬%। ছাত্রীদের পাসের হার ৮১.৮০%। কোনও ইনকমপ্লিট রেসাল্ট নেই।

পাসের হার সর্বাধিক পূর্ব মেদিনীপুর। এই তালিকায় পাঁচে কলকাতা। কলকাতায় মেয়েরা পাসের হারে ছেলেদের ছাপিয়ে গেছে।

সংখ্যালঘু পাসের হার ৭৮.৪%। তফশিলি জাতি ও উপজাতিদের পাসের হার ৭৭.২ ৯%.

৬০% বেশি নম্বর পেয়েছে ২ লক্ষ ২৯ হাজার।

ও গ্রেড পেয়েছেন ২৭১০ জন। ৩১,৫২১ জন এ প্লাস পেয়েছেন।

সাড়ে ১০টা থেকে মার্কশিট বিতরণ।

২০১৬ সালের উচ্চমাধ্যমিকের রুটিন, মাধ্যমিকের রুটিন প্রকাশের পরে ওয়েবসাইটে প্রকাশিত হবে।

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে ফলাফল প্রকাশিত হওয়ার ১৫ দিনের মধ্যে রেসাল্ট সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে শুধুমাত্র অন লাইনে পিপিএস বা পিপিআর-এর আবেদন করা যাবে। তার পরেও অসন্তোষ থাকলে আরটিআই-এর মাধ্যমে উত্তরপত্র জানতে চাওয়ার আবেদন করা যেতে পারে। এক মাসের মধ্যে রিভিউ ও স্ক্রুটিনির ফল প্রকাশ।

 

 

 

 

 

 

.