বাসের ছাদে যেতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু এক যাত্রীর

বাসের ছাদে যেতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু এক যাত্রীর। সিউড়ির রবীন্দ্র পল্লীর ঘটনা। রেলের সাবওয়ের ভেতর দিয়ে বাস যাওয়ার সময় সাবওয়ের ছাদে ধাক্কা লেগে মৃত্যু হয় সিরাজুল হক নামে ওই ব্যক্তির।  বাসটি আসানসোল থেকে রামপুরহাট যাচ্ছিল। ষাট নম্বর থেকে সিউড়িতে ঢোকার মূল রাস্তার কাছেই এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরেই ক্ষুব্ধ জনতা বাস আটকে বিক্ষোভ দেখায়। পথ অবরোধ করে।  মৃতের বাড়ি বীরভূমের আমোদপুরে।  পরে পুলিস ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসিন্দাদের অভিযোগ, এর আগেও একাধিকবার এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। তবুও হুঁশ ফেরেনি প্রশাসনের।

Updated By: Feb 5, 2016, 12:34 PM IST
 বাসের ছাদে যেতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু এক যাত্রীর

ওয়েব ডেস্ক: বাসের ছাদে যেতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু এক যাত্রীর। সিউড়ির রবীন্দ্র পল্লীর ঘটনা। রেলের সাবওয়ের ভেতর দিয়ে বাস যাওয়ার সময় সাবওয়ের ছাদে ধাক্কা লেগে মৃত্যু হয় সিরাজুল হক নামে ওই ব্যক্তির।  বাসটি আসানসোল থেকে রামপুরহাট যাচ্ছিল। ষাট নম্বর থেকে সিউড়িতে ঢোকার মূল রাস্তার কাছেই এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরেই ক্ষুব্ধ জনতা বাস আটকে বিক্ষোভ দেখায়। পথ অবরোধ করে।  মৃতের বাড়ি বীরভূমের আমোদপুরে।  পরে পুলিস ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসিন্দাদের অভিযোগ, এর আগেও একাধিকবার এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। তবুও হুঁশ ফেরেনি প্রশাসনের।

.