আত্মঘাতী কৃষক দম্পতি

ফসলের ক্ষতি হওয়ায় আর্থিক অনটনের জেরে এবার আত্মঘাতী হলেন কৃষক দম্পতি। ঘটনাটি ঘটেছে বর্ধমানের কাটোয়ার বহরান গ্রামে। পেশায় ভাগচাষী প্রশান্ত হাজরা ও তাঁর স্ত্রী শম্পা হাজরা শুক্রবার রাতে সন্তানদের সামনেই গায়ে আগুন দেন। শনিবার সকালে হাসপাতালে তাঁদের মৃত্যু হয়।

Updated By: Apr 7, 2012, 04:46 PM IST

ফসলের ক্ষতি হওয়ায় আর্থিক অনটনের জেরে এবার আত্মঘাতী হলেন কৃষক দম্পতি। ঘটনাটি ঘটেছে বর্ধমানের কাটোয়ার বহরান গ্রামে। পেশায় ভাগচাষী প্রশান্ত হাজরা ও তাঁর স্ত্রী শম্পা হাজরা শুক্রবার রাতে সন্তানদের সামনেই গায়ে আগুন দেন। শনিবার সকালে হাসপাতালে তাঁদের মৃত্যু হয়।
চার বিঘা জমিতে ধান চাষ করেছিলেন কেতুগ্রামের বহরান গ্রামের বাসিন্দা প্রশান্ত হাজরা । পেশায় ভাগচাষী প্রশান্তবাবু দিনমজুরের কাজও করতেন। উপযুক্ত সেচের জল না-মেলায় ধানচাষে ক্ষতির শিকার হন তিনি। সঙ্গে ছিল মহাজনের দেনার বোঝা। অভাবের সংসারে এ নিয়ে কয়েকদিন ধরেই স্ত্রীর সঙ্গে অশান্তি চলছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আত্মঘাতী কৃষক দম্পতির ৩ ও ৫ বছরের দুটি ছেলে রয়েছে।

.