অবশেষে কাজ শুরু কাটোয়া তাপবিদ্যুত কেন্দ্রের

দীর্ঘদিন জমিজটে আটকে থাকার পর অবশেষে আনুষ্ঠানিক নির্মানকাজ শুরু হল কাটোয়া তাপবিদ্যুত কেন্দ্রে। এদিন কাজ শুরুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনটিপিসি কাটোয়ার অতিরিক্ত জেনারেল ম্যানেজার শিবাশিস বসু ও কাটোয়ার মহকুমা শাসক মৃদুল হালদার। ২০০৬ সালের ৬ ফেব্রুয়ারি  রাজ্যের ততকালীন শিল্পমন্ত্রী নিরুপম সেন কাটোয়া তাপবিদ্যুত কেন্দ্রের শিলান্যাশ করলেও জমি সমস্যায় আটকে যায় নির্মাণকাজ।

Updated By: Aug 1, 2014, 10:34 PM IST

কাটোয়া: দীর্ঘদিন জমিজটে আটকে থাকার পর অবশেষে আনুষ্ঠানিক নির্মানকাজ শুরু হল কাটোয়া তাপবিদ্যুত কেন্দ্রে। এদিন কাজ শুরুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনটিপিসি কাটোয়ার অতিরিক্ত জেনারেল ম্যানেজার শিবাশিস বসু ও কাটোয়ার মহকুমা শাসক মৃদুল হালদার। ২০০৬ সালের ৬ ফেব্রুয়ারি  রাজ্যের ততকালীন শিল্পমন্ত্রী নিরুপম সেন কাটোয়া তাপবিদ্যুত কেন্দ্রের শিলান্যাশ করলেও জমি সমস্যায় আটকে যায় নির্মাণকাজ।

১ হাজার ৩২০ একর জমিতে ১৬ মেগাওয়াট বিদ্যুত তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। দুদফায় মোট ৫৫৬ একর জমি অধিগ্রহণ  সম্ভব হয়। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর তাপবিদ্যুত কেন্দ্র তৈরির দায়িত্ব পায় এনটিপিসি। ইচ্ছুক জমিমালিকদের থেকে  তাপবিদ্যুত প্রকল্পের জন্য মোট ২২০ একর জমি কিনে নেয় এনটিপিসি। ২০১৭  সালে বিদ্যুতকেন্দ্রে  শুরু হবে উতপাদন।

 

.