বাগনান স্টেশনে ওভার ব্রিজ তৈরির জন্য ১২ ঘণ্টা হাওড়া-খড়গপুর লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে

বাগনান স্টেশনের কাছে ওভার ব্রিজ তৈরির কাজের জন্য আজ রাত বারোটা থেকে হাওড়া-খড়গপুর লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে। আগামীকাল বেলা পৌনে একটা থেকে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে। ওভারব্রিজ তৈরির জন্য বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।

Updated By: Dec 21, 2013, 07:29 PM IST

বাগনান স্টেশনের কাছে ওভার ব্রিজ তৈরির কাজের জন্য আজ রাত বারোটা থেকে হাওড়া-খড়গপুর লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে। আগামীকাল বেলা পৌনে একটা থেকে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে। ওভারব্রিজ তৈরির জন্য বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।

বাগনান স্টেশনের কাছে একটি ওভার ব্রিজ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল বহু দিন আগেই। বাগনান থেকে হাওড়ার দিকে এই নতুন ওভার ব্রিজটি তৈরি করা হচ্ছে। রেল লাইনের উপর এই ওভার ব্রিজে বসানো হবে তিনটি গার্ডার। আর এই গার্ডার বসানোর জন্যই শনিবার রাত বারোটা থেকে হাওড়া খড়গপুর লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখছে পূর্ব রেল কর্তৃপক্ষ। প্রায় বারো ঘণ্টা ধরে এই কাজ চলবে। গার্ডার বসানোর জন্য বিদ্যুতের ওভার হেড সংযোগ বন্ধ রাখা হবে।

যাত্রীদের সুবিধার জন্য ইতিমধ্যেই পোস্টার ও বিজ্ঞাপন দিয়ে বিষয়টি প্রচার করেছে রেল কর্তৃপক্ষ। বাগনান পর্যন্ত রেল চলাচল বন্ধ থাকলেও হাওড়া থেকে উলুবেড়িয়ায় পর্যন্ত লোকাল ট্রেন চলবে। বাগনানের পর দেউলটি থেকে খড়গপুর পর্যন্ত লোকাল ট্রেন চালানো হবে। বেশ কিছু দূরপাল্লার ট্রেন ইতিমধ্যেই বাতিল করেছে রেল। বাতিল করা হয়েছে রূপসী বাংলা এক্সপ্রেস, তম্রতিপ্ত একস্প্রেস, হাওড়া টাটা নগর স্টিল এক্সপ্রেস, পুরি হাওড়া শতাব্দী এক্সপ্রেস , হাওড়া দীঘা দূরন্ত এক্সপ্রেস সহ বেশ কিছু ট্রেন। এর পাশাপাশি হাওড়াগামী কিছু ট্রেন আসানসোল দিয়ে ঘুরিয়ে আনা হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।

.