ঘুড়িতে দেশ গড়ার আহ্বান জানাল নির্বাচন কমিশন

ঘুড়িতে প্রচার। উদ্দেশ্য, লোকসভা ভোটের আগে রাজ্যের প্রত্যেক ভোটারের হাতে ভোটার কার্ড পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যেই আজ রাজ্যের প্রতিটি ব্লকে ঘুড়ি ওড়ালেন নির্বাচনী আধিকারিকরা।  ঘুড়ি ওড়ানোকে কাজে লাগিয়ে অভিনব প্রচারের এই  ভাবনা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের। ঘুড়িতে লেখা-- চলো নাম তুলি, দেশ গড়ি। 

Updated By: Sep 17, 2013, 10:16 PM IST

ঘুড়িতে প্রচার। উদ্দেশ্য, লোকসভা ভোটের আগে রাজ্যের প্রত্যেক ভোটারের হাতে ভোটার কার্ড পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যেই আজ রাজ্যের প্রতিটি ব্লকে ঘুড়ি ওড়ালেন নির্বাচনী আধিকারিকরা।  ঘুড়ি ওড়ানোকে কাজে লাগিয়ে অভিনব প্রচারের এই  ভাবনা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের। ঘুড়িতে লেখা-- চলো নাম তুলি, দেশ গড়ি। 
 
বিশ্বকর্মা পুজোর দিন সকাল থেকেই আকাশে  রং-বেরংয়ের ঘুড়ি।  উত্সবে মাতেন সব বয়সের মানুষ। বিশ্বকর্মা পুজোর দিন সেই ঘুড়িকেই  প্রচারের কাজে লাগাল কেন্দ্রীয় নির্বাচন কমিশন।
এখনও ভোটার তালিকায় নাম ওঠেনি বহু মানুষের। দোসরা সেপ্টেম্বর থেকে  শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ। সব ভোটারের হাতে সচিত্র পরিচয় পত্র পৌঁছে দেওয়ার উদ্যোগও নিয়েছে নির্বাচন কমিশন। সাধারণ মানুষকে এই বিষয়ে সচেতন করতে এবার ঘুড়িকেই হাতিয়ার করেছে  নির্বাচন কমিশন।
রাজ্যের প্রতিটি ব্লকে  ওড়ানো হল নির্বাচন কমিশনের স্লোগান লেখা ঘুড়ি।
ঘুড়ি উত্সবে অংশ নেন প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকরা। কমিশনের তরফে সাধারণ মানুষের মধ্যে বিলি করা হয়েছে স্লোগান লেখা ঘুড়ি-লাটাই। গণতন্ত্রের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে আকাশ জুড়ে  রং বেরংয়ের ঘুড়ি।

.