প্রতিবারের মতো এবারও বেলুড় মঠে ধূমধাম করে পালিত হল কুমারী পুজো

দেবীরূপে কুমারী আরাধনা। প্রতিবারের মতো এবারও বেলুড় মঠে ধূমধাম করে পালিত হল কুমারী পুজো। সাজিয়ে, গুছিয়ে ছোট্ট শিশুকন্যাকে আরাধনা করা হল মাতৃরূপে। শুধু বেলুড় মঠ নয়, বিভিন্ন রামকৃষ্ণ মিশনেই এদিন কুমারী পুজোর আয়োজন করা হয়। শাস্ত্রমতে,  মা দুর্গার অন্য কোনও নামে কুমারী মেয়ের নামকরণ করা হয়।

Updated By: Oct 9, 2016, 11:12 AM IST
প্রতিবারের মতো এবারও বেলুড় মঠে ধূমধাম করে পালিত হল কুমারী পুজো

ওয়েব ডেস্ক: দেবীরূপে কুমারী আরাধনা। প্রতিবারের মতো এবারও বেলুড় মঠে ধূমধাম করে পালিত হল কুমারী পুজো। সাজিয়ে, গুছিয়ে ছোট্ট শিশুকন্যাকে আরাধনা করা হল মাতৃরূপে। শুধু বেলুড় মঠ নয়, বিভিন্ন রামকৃষ্ণ মিশনেই এদিন কুমারী পুজোর আয়োজন করা হয়। শাস্ত্রমতে,  মা দুর্গার অন্য কোনও নামে কুমারী মেয়ের নামকরণ করা হয়।

আরও পড়ুন বলিউড তারকাদের মধ্যে এ বছরে সবথেকে বেশি আয়কর দিয়েছেন কে জানেন?

ষোলোটি উপকরণ দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় পুজো। এরপর অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস-এই পাঁচ অর্ঘ্য নিবেদন করা হয় কুমারী মাকে। ঢাকঢোল, কাঁসর, শঙ্খ বাজিয়ে, উলুধ্বনির মধ্যে দিয়ে পরানো হয় ফুলের মালা। আরতি করে কুমারী মা-কে প্রণাম করেন প্রধান পুরোহিত।

আরও পড়ুন  প্রতিবারের মতো এবারও বেলুড় মঠে অষ্টমীর ভোগ বিতরণ চলছে

.