শ্রমিকরাই কাজ শুরু করলেন বন্ধ চা বাগানে

নিজেরাই মালিক। নিজেরাই শ্রমিক। নাগরাকাটার বন্ধ নয়া সাইলি চা বাগান নিজেরাই চালাতে শুরু করলেন শ্রমিকরা।

Updated By: Dec 10, 2016, 08:06 PM IST
শ্রমিকরাই কাজ শুরু করলেন বন্ধ চা বাগানে

ওয়েব ডেস্ক: নিজেরাই মালিক। নিজেরাই শ্রমিক। নাগরাকাটার বন্ধ নয়া সাইলি চা বাগান নিজেরাই চালাতে শুরু করলেন শ্রমিকরা।

চব্বিশে সেপ্টেম্বর থেকে বন্ধ চা বাগান। শ্রমিকরা দাবি করেছিল আঠারো শতাংশ বোনাস। রাজি হয়নি মালিকপক্ষ। বাগান ছেড়ে চলে যান চা বাগানের ম্যানেজার। এরপর বেশ কয়েকবার বৈঠক হয়। মালিক পক্ষ বোনাস কমিয়ে সাড়ে আট শতাংশ করার প্রস্তাব দেয়। তাতেও রাজি হন শ্রমিকরা। কিন্তু তবুও বাগান খেলেনি। এদিকে বাগান বন্ধ থাকায় প্রায় না খেতে পাওয়া অবস্থা হয় শ্রমিকদের।

আরও পড়ুন- বাবুল সুপ্রিয়র আগেই পানাগড় বাইপাসের উদ্বোধন করলেন মলয় ঘটক!

এই অবস্থাই নিজেরাই বন্ধ বাগানে কাজ শুরু করেছেন শ্রমিকরা। এসময় চা গাছ না ছাঁটলে নতুন পাতা হবে না। শ্রমিকরা শুরু করেছেন চা গাছা ছাঁটার কাজ। তাঁদের দাবি, তারা নিজেরাই বাগান চালিয়ে জীবিকা নির্বাহ করবে। বাগান কাজ শুরু হলেও বাগানের মালিক কর্তৃপক্ষ কোনও মন্তব্য করেনি।

আরও পড়ুন খবর কাগজে করে খাবার আনবেন না, তাহলেই গেল!

.