আদাভর্তি ব্যাগে লুকনো চিতাবাঘের চামড়া-খুলি

ভ্যানের মধ্যে আদাভর্তি ব্যাগ। কিন্তু তার আড়ালে আসলে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল চিতাবাঘের চামড়া, খুলি, হাড়। বনবিভাগের তত্‍পরতায় হাতেনাতে ধরা পড়ে গেল দুই পাচারকারী। গোপন সূত্রে খবর আগেই ছিল। তার ভিত্তিতে, ডুয়ার্সের ওদলাবাড়ি এলাকায় আজ ভোরে অভিযান চালান বৈকুন্ঠপুর বনবিভাগের অফিসাররা। সন্দেহজনক একটি গাড়ির পিছু ধাওয়া করে তা ঘিরে ফেলা হয়।

Updated By: Apr 20, 2015, 08:01 PM IST
আদাভর্তি ব্যাগে লুকনো চিতাবাঘের চামড়া-খুলি

ওয়েব ডেস্ক: ভ্যানের মধ্যে আদাভর্তি ব্যাগ। কিন্তু তার আড়ালে আসলে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল চিতাবাঘের চামড়া, খুলি, হাড়। বনবিভাগের তত্‍পরতায় হাতেনাতে ধরা পড়ে গেল দুই পাচারকারী। গোপন সূত্রে খবর আগেই ছিল। তার ভিত্তিতে, ডুয়ার্সের ওদলাবাড়ি এলাকায় আজ ভোরে অভিযান চালান বৈকুন্ঠপুর বনবিভাগের অফিসাররা। সন্দেহজনক একটি গাড়ির পিছু ধাওয়া করে তা ঘিরে ফেলা হয়।

ভিতরে ব্যাগের মধ্যে আদা ঠেসে ঢোকানো ছিল। কিন্তু তা সরাতেই বেরিয়ে পড়ে একটি আট ফুট লম্বা চিতাবাঘের চামড়া। এছাড়াও ছিল প্রায় দেড়শোটি হাড়, চিতাবাঘের খুলি। সেগুলি নেপালে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল।

.