গ্রেফতারির সম্ভাবনায় শঙ্কিত মোর্চা নেতারা আইনের আশ্রয় খুঁজছেন

গ্রেফতারির সম্ভাবনায় শঙ্কিত মোর্চা নেতারা বাঁচার রাস্তা খুঁজতে মরিয়া। দার্জিলিংয়ের পাতলেবাসে আজ দুপুরেই মোর্চার জরুরি বৈঠকে বসে। বৈঠকের পর গুরুং জানান ,তাঁরা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। আইনি পথেই  পরিস্থিতি মোকাবিলা করা হবে। পাশাপাশি, BJP কে ধরে CBI-র ওপর রাজনৈতিক চাপ তৈরির কৌশলও চলবে। আইনি পথেই CBIকে মোকাবিলা। শনিবার পাতলেবাসের বৈঠকের পর প্রকাশ্যে বলছেন মোর্চা নেতারা।

Updated By: May 30, 2015, 07:19 PM IST
গ্রেফতারির সম্ভাবনায় শঙ্কিত মোর্চা নেতারা আইনের আশ্রয় খুঁজছেন

ব্যুরো: গ্রেফতারির সম্ভাবনায় শঙ্কিত মোর্চা নেতারা বাঁচার রাস্তা খুঁজতে মরিয়া। দার্জিলিংয়ের পাতলেবাসে আজ দুপুরেই মোর্চার জরুরি বৈঠকে বসে। বৈঠকের পর গুরুং জানান ,তাঁরা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। আইনি পথেই  পরিস্থিতি মোকাবিলা করা হবে। পাশাপাশি, BJP কে ধরে CBI-র ওপর রাজনৈতিক চাপ তৈরির কৌশলও চলবে। আইনি পথেই CBIকে মোকাবিলা। শনিবার পাতলেবাসের বৈঠকের পর প্রকাশ্যে বলছেন মোর্চা নেতারা।

বিমল গুরুং বলছেন ''মদন তামাং হত্যা মামলায় আমরা রাজনৈতিক ষড়যন্ত্র। সবাই নির্দোষ প্রমাণিত হবে। বিচার ব্যবস্থার ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। আশা করি সুবিচার পাব।''  

ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের ফৌজদারি আইন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ শুরু করেছেন GTA সদস্য তিলকরাম রোগা। আইনি মারপ্যাঁচের খুঁটিনাটি নিয়ে আলোচনা করতে রবিবার কলকাতায় আসছেন দলের কেন্দ্রীয় কমিটির আরও দুই নেতা পিটি ওলা এবং জ্যোতি রাই।  সংকটের এই পরিস্থিতিতে মোর্চার সামনে ঠিক কোন পথ খোলা রয়েছে?

আইনজ্ঞরা বলছেন, তিনটি সম্ভাবনার কথা-

সম্ভাবনা ১

মোর্চা নেতারা আদালতে আগাম জামিনের আবেদন করতে পারেন

সম্ভাবনা ২

আত্মসমর্পণ করে তারপর আদালতে জামিনের আবেদন জানানো যেতে পারে

সম্ভাবনা ৩

সিবিআইয়ের চার্জশিট খারিজে জন্য হাইকোর্টে আবেদন জানানো যেতে পারে

যদিও, তৃতীয় সম্ভাবনা নিয়ে বিশেষ আশাবাদী নয় মোর্চা নেতৃত্ব। প্রকাশ্য রাস্তায় মদন তামাং খুনের একাধিক সাক্ষী রয়েছে। ফলে, আপাতত হাইকোর্টে সিবিআইয়ের চার্জশিট খারিজের  আবেদন করার সম্ভাবনা কিছুটা কম। আইনি পথের পাশাপাশি রাজনৈতিক বোঝাপড়ার সম্ভাবনাও খতিয়ে দেখছে মোর্চা নেতৃত্ব। মোর্চার সমর্থনেই দার্জিলিং আসনে জিতে এসেছেন বিজেপির সুরিন্দর সিং আলুওয়ালিয়া। সিবিআইয়ের সঙ্গে টানাপোড়েনে বিজেপিকে পাশে পাওয়ার চেষ্টাও শুরু হয়ে গেছে। আর এদিনই শিলিগুড়িতে দাঁড়িয়ে রাহুল সিনহার মন্তব্য একটু হলেও স্বস্তি দিয়েছে গুরুংদের।  

তবে, হাইকোর্টের নির্দেশে সিবিআই এই তদন্তভার হাতে নিয়েছে। হাইকোর্টের নজরদারিতেই চলছে মামলা। তাই,বিজেপি তাদের আদৌ কতটা বাঁচাতে পারবে তানিয়ে সন্ধিহান মোর্চা নেতৃত্ব। সেক্ষেত্রে দুঁদে আইনজীবীদের কাছ থেকে পরামর্শ নেওয়ার ওপরেই এখন সবথেকে বেশি জোর দিচ্ছেন মোর্চা নেতারা ।

 

.