মালদহে বাস লরির সংঘর্ষ, মৃত ৭

বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৭ জনের। গুরুতর আহত প্রায় ৩৫ জন যাত্রী। আজ সকালে ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর মালদহের গাজোল থানার ঘাকশোলে  দুর্ঘটনাটি ঘটেছে।

Updated By: Jan 23, 2012, 04:10 PM IST

বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৭ জনের। গুরুতর আহত প্রায় ৩৫ জন যাত্রী। আজ সকালে ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর মালদহের গাজোল থানার ঘাকশোলে  দুর্ঘটনাটি ঘটেছে। ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিসের। আহতদের গাজোল হাসপাতাল, হাতিমারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও মালদা মেডিক্যাল
কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পেট্রোল পাম্প থেকে তেল ভরে মালদহের দিকে যাচ্ছিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসটি। একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বাসটিকে সজোরে ধাক্কা মারে একটি লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসের ৭ যাত্রীর। এর পর জাতীয় সড়কে যানজট তৈরি হয়। ফলে ঘটনাস্থলে পৌঁছতে দেরি হয় পুলিসের। প্রাথমিকভাবে উদ্ধারকাজে হাত
লাগান স্থানীয় মানুষই।

মৃতদের মধ্যে সুব্রত সাহা ও বাবলু দাসের বাড়ি মালদহে, কমল কুমার, তফিজুদ্দীন মণ্ডল ও আলমগীর মণ্ডলের বাড়ি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। মৃত ধীরেন বর্মণ ও বিজন সরকারের ঠিকানা জানা যায়নি। মৃতদের মধ্যে গঙ্গারামপুর জেলা হাসপাতালের চিকিত্সক কমল কুমার আছেন। তাঁর ১২ বছরের ছেলে অয়ন কুমারকে আশঙ্কাজনক অবস্থায় মালদহ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় একই জায়গায় ভর্তি রয়েছেন শ্যামল কর্মকার ও বিপ্লব মণ্ডল। লরিরটির চালক পলাতক। আহতদের ৫০ হাজার টাকা ও নিহতদের ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন পরিহবণমন্ত্রী মদন মিত্র।

.