এই প্রথম রাজ্যের কোনও মুখ্যমন্ত্রীর পা পড়বে আমলাশোলে, ঘোষিত হবে মডেল গ্রাম হিসাবে

কড়া নিরাপত্তার মধ্যেই আজ বিকেলে পশ্চিম মেদিনীপুরের আমলাশোলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম রাজ্যের কোনও মুখ্যমন্ত্রী সেখানে যাচ্ছেন। নিরাপত্তার কারণে কলকাতা থেকে সরাসরি হেলিকপ্টারে আমলাশোলে যাবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে যাবেন ঝাড়গ্রামে।

Updated By: Jan 7, 2014, 11:07 AM IST

কড়া নিরাপত্তার মধ্যেই আজ বিকেলে পশ্চিম মেদিনীপুরের আমলাশোলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম রাজ্যের কোনও মুখ্যমন্ত্রী সেখানে যাচ্ছেন। নিরাপত্তার কারণে কলকাতা থেকে সরাসরি হেলিকপ্টারে আমলাশোলে যাবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে যাবেন ঝাড়গ্রামে।

বিরোধী নেত্রী থাকাকালীন আমলাশোলে ছুটে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিম মেদিনীপুরের আমলাশোলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে আমলাশোল ফুটবল মাঠ থেকে মডেল গ্রাম হিসেবে আমলাশোলকে ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। কথা বলবেন সেখানকার সাধারণ মানুষের সঙ্গে। পাশাপাশি ওই জনসভা থেকে বেশ কিছু সরকারি প্রকল্পের ঘোষণা করবেন তিনি। নিরাপত্তার কারণে এবার হেলিকপ্টারেই পশ্চিম মেদিনীপুর সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তার বেষ্টনিতে মুড়ে ফেলা হয়েছে আমলাশোল। আমলাশোল প্রাথমিক স্কুলের মাঠ এবং কদমডিহায় দুটি ডেলিপ্যাড তৈরি হয়েছে। আমলাশোল ফুটবল মাঠে বসানো হয়েছে সিসিটিভি। এই প্রথম রাজ্যের কোনও মুখ্যমন্ত্রী আমলাশোলে যাচ্ছেন। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে তাই খুশি স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশা নিজেদের অভাব অভিযোগের কথা এবার সরাসরি বলতে পারবেন মুখ্যমন্ত্রীকে।

মঙ্গলবারই আমলাশোল থেকে হেলিকপ্টারে ঝাড়গ্রাম যাবেন মুখ্যমন্ত্রী। রাত্রিবাস সেখানেই। বুধবার ঝাড়গ্রাম স্টেডিয়ার প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর। প্রশাসনিক সভার পাশাপাশি কন্যাশ্রী প্রকল্পের একটি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সভা ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ঝাড়গ্রাম স্টেডিয়াম। বসানো হয়েছে সিসিটিভি।

.