আরামবাগে জনতা-পুলিস সংঘর্ষ

পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে জনতা-পুলিস সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল আরামবাগে বাহালা গ্রাম এলাকা। সংঘর্ষে ৩ পুলিসকর্মী গুরুতর জখম হয়েছেন। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

Updated By: Feb 12, 2012, 03:03 PM IST

পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে জনতা-পুলিস সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল আরামবাগে বাহালা গ্রাম এলাকা। সংঘর্ষে ৩ পুলিসকর্মী গুরুতর জখম হয়েছেন। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
রবিবার সকাল ৯টা নাগাদ বেহালা গ্রামের কাছে একটি ট্রলি ভ্যানে ধাক্কা মারে একটি লরি। ট্রলি ভ্যানে ৫ জন ক্ষেতমজুর ছিলেন। দুর্ঘটনাস্থলেই মারা যান মণি সাব্বর নামে এক মহিলা। আহতদের ভর্তি করা হয়েছে আরামবাগ মহকুমা হাসপাতালে। এরপর আরামবাগ থানার পুলিস ঘটনাস্থলে গেলে মৃতদেহ নিয়ে যেতে বাধা দেয়  গ্রামবাসীরা। 
জনতার সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন ৩ জন  পুলিস কর্মী। এরপর খানাকুল থানা ও আরামবাগ থানা থেকে অতিরিক্ত পুলিস নিয়ে ঘটনাস্থলে যান আরামবাগের এসডিও অরিন্দম নিয়োগী। সেখানে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি চালায় পুলিস। পরে গ্রেফতার করা হয় ৯ জনকে।

.