মোর্চার অনশনের মধ্যেই পাহাড়ে ত্রিপাক্ষিক বৈঠক

মোর্চার অনশনের মধ্যেই পাহাড়ে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হল। সোমবার দার্জিলিংয়ের রিচমন্ড হিলে ত্রিপাক্ষিক বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব এস কে স্কন্দন, রাজ্যের স্বরাষ্ট্র সচিব বাসুদেব ব্যানার্জি ও মোর্চার প্রতিনিধি রোশন গিরি। জিটিএ-র যে সমস্ত বিষয়ে সমস্যা দেখা দিয়েছে, তা নিয়ে আলোচনা হয়েছে।

Updated By: Jun 4, 2013, 09:28 AM IST

মোর্চার অনশনের মধ্যেই পাহাড়ে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হল। সোমবার দার্জিলিংয়ের রিচমন্ড হিলে ত্রিপাক্ষিক বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব এস কে স্কন্দন, রাজ্যের স্বরাষ্ট্র সচিব বাসুদেব ব্যানার্জি ও মোর্চার প্রতিনিধি রোশন গিরি। জিটিএ-র যে সমস্ত বিষয়ে সমস্যা দেখা দিয়েছে, তা নিয়ে আলোচনা হয়েছে।
পরিবহণ দফতর হস্তান্তর নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন রোশন গিরি। বিষয়টি নিয়ে পরবর্তী দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হবে।  পনেরোই জুলাই কলকাতায় এই দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে জানিয়েছেন বাসুদেব ব্যানার্জি। মোর্চাকে অনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব এস কে স্কন্দন।

.