ওড়িশার বিচিত্রাপুরে খোঁজ মিলল ডুবে যাওয়া জাহাজ বিঙ্গোর ১৮জন নাবিকের

ওড়িশার বিচিত্রাপুর দ্বীপে খোঁজ মিলল এমভি বিঙ্গো ক্যাপ্টেন ও ১৭জন নাবিকের। হেলিকপ্টারের করে তল্লাশি চালানোর সময় বিচিত্রাপুরে দ্বীপে নিখোঁজ নাবিকদের সন্ধান পায় উপকূল রক্ষী বাহিনী। এর আগে রবিবার রাতে নিউ দীঘার কাছে মেলে ওই জাহাজেরই একটি লাইফ বোট। ওই লাইফ বোটেই ডুবে যাওয়া পন্যবাহী জাহাজের ক্যাপ্টেন ও ১৭জন নাবিক ছিলেন। গত শনিবার সাগর দ্বীপের কাছে ডুবে যায় পন্যবাহী জাহাজ এমভি বিঙ্গো।

Updated By: Oct 14, 2013, 11:55 AM IST

ওড়িশার বিচিত্রাপুর দ্বীপে খোঁজ মিলল এমভি বিঙ্গো ক্যাপ্টেন ও ১৭জন নাবিকের। হেলিকপ্টারের করে তল্লাশি চালানোর সময় বিচিত্রাপুরে দ্বীপে নিখোঁজ নাবিকদের সন্ধান পায় উপকূল রক্ষী বাহিনী। এর আগে রবিবার রাতে নিউ দীঘার কাছে মেলে ওই জাহাজেরই একটি লাইফ বোট। ওই লাইফ বোটেই ডুবে যাওয়া পন্যবাহী জাহাজের ক্যাপ্টেন ও ১৭জন নাবিক ছিলেন। গত শনিবার সাগর দ্বীপের কাছে ডুবে যায় পন্যবাহী জাহাজ এমভি বিঙ্গো।
আঠেরোজনের মধ্যে সতেরোজনই চিনের নাগরিক। অন্যজন মায়ানমারের বাসিন্দা। তাঁদের খোঁজে সাগর দ্বীপের কাছে মোতায়েন করা হয়েছিল উপকূলরক্ষী বাহিনীর জাহাজ এমভি বজ্র। এছাড়াও ছিল ডরনিয়ার এয়ারক্র্যাফ্ট।
পানামার নথিভুক্ত এমভি বিঙ্গোর এজেন্ট সীমা শিপিং সংস্থা জানিয়েছে, জাহাজটি ৮ হাজার টন আকরিক লোহা নিয়ে চিনের দিকে যাচ্ছিল। ৮ অক্টোবর হলদিয়া বন্দর থেকে যাত্রা শুরু করে এমভি বিঙ্গো। মাঝে সাগর দ্বীপের কাছে নোঙর করেছিল। এগারো তারিখ সেখান থেকে ফের যাত্রা শুরু করলেও বেশি দূর যেতে পারেনি। শনিবার দুর্যোগের সময় সাগরের কাছে জল ঢুকতে শুরু করে জাহাজে। রবিবার সকালের দিকে স্যান্ডহেড থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে ডুবে যায় বিঙ্গো।

.