খাগড়াগড়ে জামাত যোগ খতিয়ে দেখতে বাংলাদেশ যাচ্ছে NIA

Updated By: Nov 4, 2014, 11:31 AM IST
খাগড়াগড়ে জামাত যোগ খতিয়ে দেখতে বাংলাদেশ যাচ্ছে NIA

বর্ধমান বিস্ফোরণকাণ্ডে জামাত যোগ খতিয়ে দেখতে এবার বাংলাদেশ যাচ্ছে NIA। আগামী ৯ নভেম্বর ঢাকা যাচ্ছে তদন্তকারীদের একটি দল। নেতৃত্বে থাকবেন IG পদমর্যাদার কোনও অফিসার। খাগড়াগড় কাণ্ডের সঙ্গে জামাতুল মুজাহিদিনের হাত রয়েছে বলে ইতিমধ্যেই সন্দেহ প্রকাশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি।

এই ঘটনায় অন্যতম অভিযুক্ত নাসিরুল্লাহ এবং সাজিদের বিষয়ে খোঁজখবর নিতেই মূলত বাংলাদেশ যাচ্ছে NIA। বিস্ফোরণের সঙ্গে জড়িত কোসর, নাসিরুল্লাহ আর সাজিদ এখনও অধরা। খাগড়াগড়ে মজুত করা বিস্ফোরকের সঙ্গে বাংলাদেশে নাশকতার যোগসূত্রের ইঙ্গিত ইতিমধ্যেই দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবিষয়ে ঢাকাকে তথ্য দিতেও তৈরি তারা। এই পরিস্থিতিতে আগামী সপ্তাহে NIA-এর বাংলাদেশ সফর যথেষ্টই গুরুত্বপূর্ণ।

.