পরিবারকে বাঁচাতে পরিচারিকার কাজ করে উচ্চ মাধ্যমিকে বৈশাখী

অভাব দমাতে পারেনি শিক্ষার খিদেকে। বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করে এবার উচ্চ মাধ্যমিকে বসল বর্ধমানের জামালপুরের বাসিন্দা বৈশাখী মালিক। বৈশাখীর একাগ্রতা দেখে খুশি তার পরিবার থেকে প্রতিবেশীরা। মুগ্ধ শিক্ষকরাও।   

Updated By: Mar 14, 2015, 01:34 PM IST
পরিবারকে বাঁচাতে পরিচারিকার কাজ করে উচ্চ মাধ্যমিকে বৈশাখী

ওয়েব ডেস্ক:অভাব দমাতে পারেনি শিক্ষার খিদেকে। বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করে এবার উচ্চ মাধ্যমিকে বসল বর্ধমানের জামালপুরের বাসিন্দা বৈশাখী মালিক। বৈশাখীর একাগ্রতা দেখে খুশি তার পরিবার থেকে প্রতিবেশীরা। মুগ্ধ শিক্ষকরাও।   
বাড়ির আর্থিক অবস্থা খারাপ। বাবা মা খেতমজুর। দৈন্য নিত্যদিনের সঙ্গী বর্ধমানের জামালপুরের বকুলতলার বৈশাখী মালিকের পরিবারে। পরিবারকে বাঁচাতে ষষ্ঠ শ্রেণি থেকেই লোকের বাড়ি পরিচারিকার কাজ শুরু করতে হয় বৈশাখী মালিককে। তবে অভাব হার মেনেছে জামালপুর উচ্চবিদ্যালয়ের ছাত্রী বৈশাখীর একাগ্রতার কাছে। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সে।

মেয়ে কখনও উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে পারবে তা ভাবেনি বৈশাখীর বাবা। আজ তিনি খুশি। খুশি তার শিক্ষকরাও। অদম্য ইচ্ছার কাছে যে কোনও বাধায় বাধা নয়, বৈশাখী তা প্রমাণ করে দেখিয়েছে। গ্রামের সকল মানুষের কাছে আজ বৈশাখীই উদাহরণ।

 

.