পুজোর মরসুমে বেতন, পেনসন অমিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থায়

Updated By: Sep 12, 2014, 09:41 AM IST
পুজোর মরসুমে বেতন, পেনসন অমিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থায়

বেতন, পেনসন অমিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থায়। পুজোর মরসুমে দুর্দশায় প্রায় চার হাজারের বেশি কর্মী। পেনসন না পেয়ে হতাশায় দিন কাটাচ্ছেন কয়েকহাজার অবসরপ্রাপ্ত কর্মচারী। রাজ্যের চারটি পরিবহণ সংস্থার কর্মচারীরা পুরো বেতন পাচ্ছেন। কিন্তু, ছবিটা একদমই অন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ক্ষেত্রে।  

গত সাতাশ মাস ধরে প্রায় পঁচিশ শতাংশ কম বেতন পাচ্ছেন তাঁরা। অগাস্ট মাসের বেতন এখনও পাননি কর্মচারীরা। ফলে চরম অনিশ্চয়তায় দিন কাটছে ওদের। একই অবস্থা অবসরপ্রাপ্তদেরও। মিলছে না পেনশন। কীভাবে দিন কাটবে? জানেন না ওরা। সামনেই পুজো। উত্সবের মরসুমে কি দানা বাঁধবে আরও অনিশ্চয়তা? পরিস্থিতি সেদিকে গড়ালে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে কর্মচারী সংগঠনগুলি।

পুজোর আগে কি মিলবে পুরো বেতন? পেনশন পেয়ে সংসারটা কি টানতে পারবেন অবসরপ্রাপ্তরা?

 

.