কাটোয়া প্রকল্পের জন্য কৃষকদের থেকে জমি কিনছে না এনটিপিসি

কাটোয়া প্রকল্পের জন্য কৃষকদের থেকে সরাসরি জমি কিনবে না এনটিপিসি। কলকাতায় সোমবার একথা স্পষ্ট করে দিলেন সংস্থার সিএমডি অরূপ রায় চৌধুরী। প্রস্তাবিত ১৩০০ কুড়ি মেগাওয়াট প্রকল্পের জন্য আরও দেড়শো একর জমি দরকার এনটিপিসি-র। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় নব্বই শতাংশ কৃষক তাদের জমি দিতে রাজি আছেন। কিন্তু, জমি অধিগ্রহণ করতে হবে সরকারকেই।

Updated By: Sep 9, 2013, 09:33 PM IST

কাটোয়া প্রকল্পের জন্য কৃষকদের থেকে সরাসরি জমি কিনবে না এনটিপিসি। কলকাতায় সোমবার একথা স্পষ্ট করে দিলেন সংস্থার সিএমডি অরূপ রায় চৌধুরী। প্রস্তাবিত ১৩০০ কুড়ি মেগাওয়াট প্রকল্পের জন্য আরও দেড়শো একর জমি দরকার এনটিপিসি-র। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় নব্বই শতাংশ কৃষক তাদের জমি দিতে রাজি আছেন। কিন্তু, জমি অধিগ্রহণ করতে হবে সরকারকেই।
কাটোয়ায় তাপ বিদ্যুত কেন্দ্র তৈরির জন্য এনপিসির জন্য চুক্তি হয়েছিল আগের সরকারের আমলেই। ৫৬৫ একর জমি অধিগ্রহণও করা হয়। কাটোয়ায় ওই প্রকল্পের জন্য আরও দেড়শ একর জমি দরকার এনটিপিসির। সংস্থার দাবি, তাদের সমীক্ষা মতো নব্বই শতাংশ জমির মালিকই তাদের জমি দিতে প্রস্তুত। কিন্তু জমি অধিগ্রহণ করে দিতে হবে সরকারকে। সরাসরি তাঁরা জমি কিনবেন না।
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, কৃষকদের সম্মতি থাকুক আর নাই থাকুক জমি অধিগ্রহণে মাথা গলাবে না রাজ্য। এই অবস্থায় ডব্লিউবিআইআইসি-র মাধ্যমে জমি অধিগ্রহণের কথা ভাবছে। জমি সমস্যার পাশাপাশি কয়লার জোগান নিয়েও কাটোয়ার প্রস্তাবিত প্রকল্পে সমস্যা রয়েছে। এই সমস্ত সমস্যার কারণে আদৌ এই প্রকল্প ২০১৭র আগে বাস্তবের মুখ দেখবে কিনা,  খোদ চেয়ারম্যানের মন্তব্যেই সেই সংশয় দেখা দিয়েছে।
 
  

.