আত্মঘাতী হলেন সারদার এক আমানতকারী

গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হলেন এক আমানতকারী। সারদা গোষ্ঠীতে তিন দফায় তিরিশ হাজার টাকা লগ্নি করেছিলেন তিনি। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের কেমিক্যাল মাঠ এলাকার বাসিন্দা ঊর্মিলা প্রামাণিক পরিচারিকার কাজ করতেন। প্রতারণার খবর সামনে আসতেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ঊর্মিলা প্রামাণিক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।

Updated By: Apr 21, 2013, 12:19 PM IST

গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হলেন এক আমানতকারী। সারদা গোষ্ঠীতে তিন দফায় তিরিশ হাজার টাকা লগ্নি করেছিলেন তিনি। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের কেমিক্যাল মাঠ এলাকার বাসিন্দা ঊর্মিলা প্রামাণিক পরিচারিকার কাজ করতেন। প্রতারণার খবর সামনে আসতেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ঊর্মিলা প্রামাণিক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।
আত্মহত্যা করার চেষ্টা করেছেন আরও এক এজেন্ট লক্ষ্মণ ঘোড়োই। ডায়মন্ড হারবারের বাসিন্দা সারদার এই এজেন্ট আমানতকারীদের ভয়ে শনিবার বিষ খান।

.