বি এড কলেজে ভর্তির অনিয়মে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গাফিলতি স্বীকার করে নিলেন শিক্ষামন্ত্রী

Updated By: Jul 24, 2014, 07:58 PM IST
বি এড কলেজে ভর্তির অনিয়মে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গাফিলতি স্বীকার করে নিলেন শিক্ষামন্ত্রী

ভক্তবালা বি এড কলেজে ভর্তি নিয়ে অনিয়মের ঘটনায় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গাফিলতি ছিল। আজ এই  মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।  

যাদবপুর বিশ্ববদ্যালয়ের উপাচার্য অভিজিত্‍ চক্রবর্তী ঘটনার তদন্ত করে ইতিমধ্যেই রিপোর্ট জমা দিয়েছেন। সেই রিপোর্টের ভিত্তিতেই শিক্ষমন্ত্রী আজ বলেন, বিশ্ববিদ্যালয়ের যথাযথ নজরদারির অভাব ছিল বলেই প্রাথমিকভাবে মনে হয়েছে। নদিয়ার চাপড়ার ওই বি এড কলেজে টাকা নিয়ে ভর্তির অভিযোগ ওঠে। টাকা নেওয়ায় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের  ছাত্র সংসদের টি এম সি পির এক পদাধিকারীসহ কয়েকজনের নাম জড়ায়।

বিশ্ববিদ্যালয় ঘটনার তদন্তে কমিটি গড়ে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হওয়ায় রাজ্য সরকার আলাদাভাবে অভিজিত্‍ চক্রবর্তীকে  তদন্তের দায়িত্ব দেয়। সম্প্রতি সেই তদন্ত রিপোর্ট জমা পড়েছে। সেই রিপোর্ট হাতে পাওয়ার পরই এদিন শিক্ষামন্ত্রী ওই প্রতিক্রিয়া জানান।

.