লোডশেডিংয়ের দাপটে বিক্রি বাড়ছে তালপাতার হাতপাখার

Updated By: Jun 2, 2015, 10:12 AM IST
লোডশেডিংয়ের দাপটে বিক্রি বাড়ছে তালপাতার হাতপাখার

গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিংয়ের দাপট। এই দুয়ের থেকে বাঁচতে গ্রামবাংলায় একমাত্র ভরসা তালপাতার তৈরি হাতপাখা। পূর্ব মেদিনীপুরের তমলুক থানার পাকুড়িয়া গ্রামে ঘরে ঘরে চলছে পাখা তৈরির কাজ। শুধু গ্রামেই নয় শহরেও ভাল চাহিদা রয়েছে এই হাতপাখার।

তমলুক থানার পাকুড়িয়া গ্রামে বছরভর  ঘরে ঘরে তৈরি হয় তালপাতার হাতপাখা।  বাড়ির পুরুষ, মহিলা সকলেই হাত লাগান পাখা তৈরির কাজে। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। তাই এবার হাতপাখার চাহিদাও রয়েছে বেশ। অন্যান্য বছর বিভিন্ন প্রান্তে প্রায় ৫০ হাজার পাখা সরবরাহের বরাত আসে। এবার বরাত বেড়েছে। ৭৫ হাজার পাখা ইতিমধ্যেই সরবরাহ করা হয়েছে। আরও ২৫ হাজার পাখার বরাত রয়েছে। তাই নাওয়া খাওয়া ভুলে চলছে পাখা তৈরির কাজ।

পাঁচটাকায় এক একটি পাখা বিক্রি হয়। পাখার দাম সেভাবে না বাড়ায় শ্রমিক পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। এর ওপর তবে অত্যধিক গরমের কারণে কাজ করতেও অসুবিধেয় পড়ছেন শ্রমিকরা।

 

.