ক্যানিংয়ে সিআই অফিসে তৃণমূলের বোমাবাজি

ফের পুলিসের অফিসে তৃণমূলের দাদাগিরি। ক্যানিংয়ের সিআই অফিসের সামনে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। গতকাল রাতে ঘুটিয়ারি শরিফ এলাকায় নিজের গাড়িতে যাচ্ছিলেন ক্যানিংয়ের সিআই রতন চক্রবর্তী। সে সময় স্থানীয় তৃণমূল নেতা কাশেম সরদার ওই পুলিস অফিসারের উদ্দেশ্যে গালিগালাজ করে বলে অভিযোগ। অভিযোগ, গাড়ি থেকে নেমে তৃণমূল নেতাকে চড়-থাপ্পর মারেন রতন চক্রবর্তী। পরে অনুগামীদের নিয়ে সিআই অফিসে চড়াও হয় কাশেম সরদার। পুলিসের দফতরের সামনে বোমাবাজির অভিযোগ উঠেছে কাশের সরদারের বিরুদ্ধে। দফতর থেকে বেড়িয়ে এলে সিআইকে ধাক্কাও মারা হয় বলে অভিযোগ উঠেছে। উত্তেজনা বাড়তে থাকায় ঘটনাস্থলে পৌছন ক্যানিংয়ের এসডিপিওর নেতৃত্বে জীবনতলা ও ক্যানিং থানার বিশাল পুলিসবাহিনী। তবে পুলিসের দফতরের সামনে বোমাবাজি এবং সিআইকে ধাক্কা মারার কথা অস্বীকার করেছেন তিনি।

Updated By: May 30, 2015, 03:10 PM IST
ক্যানিংয়ে সিআই অফিসে তৃণমূলের বোমাবাজি

ওয়েব ডেস্ক: ফের পুলিসের অফিসে তৃণমূলের দাদাগিরি। ক্যানিংয়ের সিআই অফিসের সামনে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। গতকাল রাতে ঘুটিয়ারি শরিফ এলাকায় নিজের গাড়িতে যাচ্ছিলেন ক্যানিংয়ের সিআই রতন চক্রবর্তী। সে সময় স্থানীয় তৃণমূল নেতা কাশেম সরদার ওই পুলিস অফিসারের উদ্দেশ্যে গালিগালাজ করে বলে অভিযোগ। অভিযোগ, গাড়ি থেকে নেমে তৃণমূল নেতাকে চড়-থাপ্পর মারেন রতন চক্রবর্তী। পরে অনুগামীদের নিয়ে সিআই অফিসে চড়াও হয় কাশেম সরদার। পুলিসের দফতরের সামনে বোমাবাজির অভিযোগ উঠেছে কাশের সরদারের বিরুদ্ধে। দফতর থেকে বেড়িয়ে এলে সিআইকে ধাক্কাও মারা হয় বলে অভিযোগ উঠেছে। উত্তেজনা বাড়তে থাকায় ঘটনাস্থলে পৌছন ক্যানিংয়ের এসডিপিওর নেতৃত্বে জীবনতলা ও ক্যানিং থানার বিশাল পুলিসবাহিনী। তবে পুলিসের দফতরের সামনে বোমাবাজি এবং সিআইকে ধাক্কা মারার কথা অস্বীকার করেছেন তিনি।

 

.