দুষ্কৃতী দৌরাত্ম্যেও নিষ্ক্রিয় পুলিস, বন্দি করে রেখে চলল বিক্ষোভ

Updated By: Feb 23, 2015, 11:10 PM IST
দুষ্কৃতী দৌরাত্ম্যেও নিষ্ক্রিয় পুলিস, বন্দি করে রেখে চলল বিক্ষোভ

ঘরে বন্দি পুলিস। অসহায় দশা। বাইরে পুলিসেরই নিষ্ক্রিয়তার অভিযোগে তখন চলছে তুমুল বিক্ষোভ। ভাঙচুর হয় পুলিসের গাড়িও। এই ঘটনায় উত্তপ্ত মালদার হরিশ্চন্দ্রপুরের গৌড়িয় গ্রাম। গ্রামবাসীদের অভিযোগ, পুলিস কোনও ব্যবস্থা না নেওয়াতেই এলাকায় দিনদিন বাড়ছে দুষ্কৃতী দৌরাত্ম্য। তাই বাধ্য হয়ে এই পথে প্রতিবাদ।  

পুলিসের বিরুদ্ধে বাইরে যখন চলছে স্লোগান-বিক্ষোভ, ভিতরে তখন বন্দি পুলিসকর্মীরা। হরিশ্চন্দ্রপুরের গৌড়িয় গ্রামের বাসিন্দাদের অভিযোগ, চুরি-ছিনতাই-ডাকাতি এলাকায় রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দুষ্কৃতী দৌরাত্ম্যে টেকা দায়। অথচ পুলিস কোনও ব্যবস্থাই নিচ্ছে না। ক্ষোভ আরও বাড়িয়েছে রবিবার রাতে এলাকার গ্রামীণ ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা।

গতমাসেও ওই একই ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা হয়েছিল। গ্রামবাসীদের অভিযোগ, তদন্তের নামে পুলিস কার্যত প্রহসন করছে। পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। প্রায় ঘণ্টা পাঁচেক আটকে রাখা হয় পুলিসকর্মীদের। পরে এসডিপিও ঘটনাস্থলে পৌছে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে, বন্ধ হয় বিক্ষোভ।  

 

.