পুলিসকর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জলপাইগুড়িতে

পুলিস কর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠল জলপাইগুড়িতে। তবে গ্রেফতারির আগেই জামিন নিয়ে নিলেন অভিযুক্ত। অভিযোগ, কোতয়ালি থানা এলাকায় বাড়িতে ঢুকে মহিলার শ্লীলতাহানি করেন ওই পুলিস কর্মী। অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

Updated By: Sep 18, 2016, 11:20 AM IST
পুলিসকর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জলপাইগুড়িতে
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : পুলিস কর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠল জলপাইগুড়িতে। তবে গ্রেফতারির আগেই জামিন নিয়ে নিলেন অভিযুক্ত। অভিযোগ, কোতয়ালি থানা এলাকায় বাড়িতে ঢুকে মহিলার শ্লীলতাহানি করেন ওই পুলিস কর্মী। অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন- দালাল চক্রে জেরবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল

অভিযোকারী মহিলার দাবি, শুক্রবার রাতে ডিআইজি বাংলোয় কর্মরত ওই পুলিসকর্মী তার বাড়িতে এসে কু-প্রস্তাব দেয়। সেই সময় তাঁর স্বামী বাড়ি ছিলেন না। মহিলা দরজা না খুললে ওই মদ্যপ পুলিসকর্মী কাঁটা লাগানো পাঁচিল টপকে বাড়িতে ঢুকতে যান। আর সেখান থেকে পড়ে যান তিনি। মহিলার চিত্‍কারে ছুটে আসেন প্রতিবেশীরা। এরপরই পালিয়ে যায় ওই পুলিস করমী। গতকাল পুলিসে অভিযোগ জানান মহিলা। তদন্ত শুরু হয়েছে।

.