জেলায় জেলায় অশান্তি- তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি,সিপিআইএম কর্মীর বাড়িতে বোমা

পুরভোটের আগে জেলায় জেলায় অশান্তি। কোথাও তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, কোথাও আবার সিপিআইএম কর্মীর বাড়িতে বোমা। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম শাসক-বিরোধী দুই শিবিরই।

Updated By: Apr 20, 2015, 07:20 PM IST

ওয়েব ডেস্ক: পুরভোটের আগে জেলায় জেলায় অশান্তি। কোথাও তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, কোথাও আবার সিপিআইএম কর্মীর বাড়িতে বোমা। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম শাসক-বিরোধী দুই শিবিরই।

কলকাতার পাট চুকেছে এবার পালা জেলার। পুরভোটের দিন যত এগিয়ে আসছে। রাজনৈতিক সংঘর্ষ উত্তপ্ত হচ্ছে একাধিক জেলা। রবিবার গভীর রাতে বোমা পড়ল শ্যামনগরের রাউতায় CPIM কর্মী অর্চিত পালের বাড়িতে। আতঙ্কের পরিবেশ তৈরির উদ্দেশ্যেই বোমাবাজি অভিযোগ সিপিআইএমের। তৃণমূলের পাল্টা দাবি, শান্ত এলাকাকে অশান্ত করতেই বোমাবাজি।

তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চলল হুগলির বাঁশবেড়িয়ায়। হরিসাধন নন্দন নামে ওই তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িও ভাঙচুর হয়েছে। সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অমিত ঘোষের হয়ে প্রচার কাজ করছিলেন তিনি। এই ঘটনায় সিপিআইএমের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। যদিও সিপিআইএমের পাল্টা দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই ওই হামলা হয়েছে।

রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদের ধুলিয়ানও।  রবিবার রাতে পনেরো নম্বর ওয়ার্ডে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌছয় পুলিস। বেশকয়েকটি বাড়িতে ভাঙচুর হয়। এক অন্তঃস্বত্ত্বা সহ চার মহিলা আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজেপি প্রার্থীর ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দেওয়া ঘিরে উত্তেজনা ছড়াল পুরুলিয়ার ১১ নং ওয়ার্ডে। বিজেপি প্রার্থীর অভিযোগ, তৃণমূল কর্মীরা তাঁর ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে নর্দমায় ফেলে দিয়েছে। যদিও, যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।

সিপিআইএম-প্রার্থীর ফ্ল্যাগ ফেস্টুন ছেঁড়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল রাজপুর-সোনারপুর পুরসভার ৩৫ নং ওয়ার্ডে। প্রতিবাদে এলাকায় মিছিল করেন CPM কর্মী সমর্থকরা। তাঁদের দাবি, তৃণমূল কর্মী সমর্থকরা পরিকল্পনামাফিক পতাকা ছিঁড়েছেন। যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস।

.