প্রসূতির মৃত্যুতে জলপাইগুড়ি সদর হাসপাতালে উত্তেজনা

প্রসূতির মৃত্যুতে জলপাইগুড়ি সদর হাসপাতালে উত্তেজনা। অভিযোগ, আয়ার গাফিলতিতেই মৃত্যু হয়েছে বছর বাইশের পিঙ্কি খাতুনের। প্রসব যন্ত্রণা নিয়ে শুক্রবার হাসপাতালে ভর্তি হন হলদিবাড়ির বাসিন্দা পিঙ্কি। শনিবার সকালে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। পরিবারের দাবি, সোমবার সকালেও পিঙ্কির শারীরিক অবস্থা ভাল ছিল। হাসপাতাল চত্বরে হাঁটাহাঁটিও করেন।

Updated By: May 3, 2016, 01:09 PM IST
 প্রসূতির মৃত্যুতে জলপাইগুড়ি সদর হাসপাতালে উত্তেজনা

ওয়েব ডেস্ক: প্রসূতির মৃত্যুতে জলপাইগুড়ি সদর হাসপাতালে উত্তেজনা। অভিযোগ, আয়ার গাফিলতিতেই মৃত্যু হয়েছে বছর বাইশের পিঙ্কি খাতুনের। প্রসব যন্ত্রণা নিয়ে শুক্রবার হাসপাতালে ভর্তি হন হলদিবাড়ির বাসিন্দা পিঙ্কি। শনিবার সকালে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। পরিবারের দাবি, সোমবার সকালেও পিঙ্কির শারীরিক অবস্থা ভাল ছিল। হাসপাতাল চত্বরে হাঁটাহাঁটিও করেন।

এমনটাই জানিয়েছিলেন কর্তব্যরত নার্স ও চিকিত্‍সকরা। কিন্তু আজ ভোর রাতে হঠাতই তাঁর মৃত্যু সংবাদ আসে। এরপরই ক্ষোভে ফেটে পড়ে পিঙ্কি খাতুনের পরিবার। অভিযুক্ত আয়ার নাম প্রকাশ এবং তার শাস্তির দাবিতে হাসপাতালে চত্বরে শুরু হয় বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিস বাহিনী।

 

.