শিক্ষায় দলতন্ত্র: পুরুলিয়ার জেলা পরিষদের সভাধিপতির নির্দেশে স্কুলের টিচার ইনচার্জ নিয়োগ

ফের শিক্ষায় দলতন্ত্র কায়েমের অভিযোগ উঠল। এবার অভিযুক্ত পুরুলিয়ার জেলা পরিষদের সভাধিপতি সৃষ্টিধর মাহাত। অভিযোগ উঠল পুরুলিয়ার গড়জয়পুর গার্লস স্কুলের টিচার ইনচার্জ নিয়োগকে কেন্দ্র করে।

Updated By: Nov 24, 2013, 03:13 PM IST

ফের শিক্ষায় দলতন্ত্র কায়েমের অভিযোগ উঠল। এবার অভিযুক্ত পুরুলিয়ার জেলা পরিষদের সভাধিপতি সৃষ্টিধর মাহাত। অভিযোগ উঠল পুরুলিয়ার গড়জয়পুর গার্লস স্কুলের টিচার ইনচার্জ নিয়োগকে কেন্দ্র করে।
স্কুলের স্টাফ কাউন্সিলের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী অর্চনা চৌধুরী নামে এক শিক্ষিকাকে টিচার ইনচার্জ করা হয়। কিন্তু অভিযোগ, সভাধিপতি নির্দেশ দেন টিচার ইনচার্জের দায়িত্ব দেওয়া হোক সহশিক্ষিকা রুমা ব্যানার্জিকে। সভাধিপতির এই নির্দেশে বিতর্ক ছড়ায়। প্রশ্ন ওঠে জেলা শিক্ষা দফতরের ভূমিকা নিয়েও। নিজেকে টিচার ইনচার্জ বলে দাবিও করেছেন রুমা ব্যানার্জি। একদিকে সভাধিপতির নির্দেশ অন্যদিকে স্টাফ কাউন্সিলের সিদ্ধান্ত। দুই টানাপোড়েনে শিকেয় উঠেছে স্কুলের কাজকর্ম। এই জটিলতায় শিক্ষিকাদের বেতন নিয়েও সমস্যা তৈরি হয়েছে।
এর আগে রাজ্যে বিভিন্ন কলেজ ও স্কুলগুলিতে শাসকদলের দলতন্ত্র চালানোর অভিযোগ উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বারবার শিক্ষা ক্ষেত্র থেকে রাজনৈতিক প্রভাব দূর করার কথা বললেও। তা যে করা সম্ভব হচ্ছে না, তা আরও একবার স্পষ্ট হল পুরুলিয়া স্কুলের ঘটনায়।

.