এবার ভাষা সন্ত্রাসের অভিযোগ পুরুলিয়ার জেলা পরিষদের সভাপতির বিরুদ্ধে

কমিশন কড়া ব্যবস্থা নেওয়া সত্বেও হুঁশ ফিরছে না রাজনৈতিক নেতাদের। ভোটযুদ্ধের ময়দানে ফের ভাষা সন্ত্রাসের অভিযোগ। এবার কাঠগড়ায় পুরুলিয়ার তৃণমূল জেলা পরিষদের সভাধিপতি ষষ্ঠিধর মাহাত। জনসভায় রীতিমতো অশালীন ভাষায় আক্রমণ করলেন সিপিআইএম প্রার্থী বাসুদেব আচারিয়াকে। ঘটনার ভিডিও ক্লিপিংস সহ নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে সিপিআইএম।

Updated By: Apr 5, 2014, 12:28 PM IST

কমিশন কড়া ব্যবস্থা নেওয়া সত্বেও হুঁশ ফিরছে না রাজনৈতিক নেতাদের। ভোটযুদ্ধের ময়দানে ফের ভাষা সন্ত্রাসের অভিযোগ। এবার কাঠগড়ায় পুরুলিয়ার তৃণমূল জেলা পরিষদের সভাধিপতি ষষ্ঠিধর মাহাত। জনসভায় রীতিমতো অশালীন ভাষায় আক্রমণ করলেন সিপিআইএম প্রার্থী বাসুদেব আচারিয়াকে। ঘটনার ভিডিও ক্লিপিংস সহ নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে সিপিআইএম।

অশালীন মন্তব্য বিতর্কে জড়ালেন পুরুলিয়ার তৃণমূল জেলা পরিষদের সভাধিপতি ষষ্ঠিধর মাহাত। পুরুলিয়ার গোবাগ গ্রামে বাঁকুড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুনমুন সেনের প্রচারসভায় যোগ দেন তিনি। জনসভায় বক্তব্য রাখার সময় সিপিআইএম প্রার্থী বাসুদেব আচারিয়ার বিরুদ্ধে বিরুদ্ধে রীতিমতো অশালীন মন্তব্য করেন ওই তৃণমূল নেতা।

সভায় হাজির ছিলেন জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সহ রাজ্য মন্ত্রিসভার সদস্য শান্তিরাম পাহাত। তৃণমূল নেতার এহেন মন্তব্যে যদিও কেউ কোনও প্রতিক্রিয়া জানান নি। রাজনৈতিক সৌজন্য হারিয়ে অশালীন মন্তব্যের কারনে ইতিমধ্যেই উঠেছে নাম উঠেছে অনুব্রত মণ্ডল,সৌগত রায়, পিসি সরকার জুনিয়র, আনিসুর রহমানের মতো নেতাদের। তাদের শোকজও করেছে কমিশন। তাতেও যে হুঁশ ফিরছে না তৃণমূল জেলা পরিষদ সভাধিপতির মন্তব্যেই তা স্পষ্ট।

.